For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ দিল্লিতে সংসদ ভবন অভিযানে লক্ষাধিক কৃষক, উত্তপ্ত হতে পারে রাজধানী

দুই দিনের দিল্লি সফরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে রাজধানীতে বিক্ষোভ দেখাচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

দুই দিনের দিল্লি সফরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে রাজধানীতে বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার রামলীলা ময়দান পর্যন্ত মিছিল গিয়েছে। এদিন সেখান থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করে গিয়ে নিজেদের দাবি-দাওয়া পেশ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবেন কৃষকরা।

আজ দিল্লিতে সংসদ ভবন অভিযানে লক্ষাধিক কৃষক

তৈরি রয়েছে দিল্লির পুলিশও। মোট ৩৫০০ পুলিশকর্মীকে তৈরি রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে কৃষকরা ট্রেনে-বাসে চেপে রাজধানীতে পৌঁছেছেন।

কৃষকদের দাবি ফসলের ন্যূনতম দাম নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিক, এমএসপি নিয়ে কৃষকদের দাবি মেনে নিক ও কৃষি ঋণ মাফ করুক। পাশাপাশি কেন্দ্র সরকার কৃষকদের উন্নয়নে কী পরিকল্পনা করেছে তা বিস্তারিত জানাক।

রাতে বেশিরভাগ কৃষক দিল্লির রামলীলা ময়দানে রাত কাটিয়েছেন। দিল্লির তীব্র শীতে অনেকেই বেশ অস্বস্তিতে পড়েছেন। শেষবার অক্টোবরে কৃষকদের বিক্ষোভ মিছিলে জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এবার কী হয় সেটাই দেখার।

বিভিন্ন রাজ্যে শুরু হওয়া কৃষক বিক্ষোভ আসন্ন ভোটে বিজেপিকে বিশেষ স্বস্তি দেবে না। বিরোধীরা এই প্রেক্ষাপটে কেন্দ্রকে ভালোভাবে চেপে ধরতে পারে। নরেন্দ্র মোদী সরকার কীভাবে এই জায়গা থেকে নিজেদের বের করে আনতে পারে এখন সেটাই দেখার।

English summary
Thousands of farmers to march to Parliament today, 3500 police called in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X