For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরে সর্বাধিক স্মার্ট ফোন বিক্রির নিরিখে ভারত সেরা শাওমি

চলতি বছরে সর্বাধিক স্মার্ট ফোন বিক্রির নিরিখে ভারত সেরা শাওমি

  • |
Google Oneindia Bengali News

দেশের মধ্যে সর্বাধিক স্মার্ট ফোন বিক্রির নিরিখে এক নম্বর জায়গা ধরে রাখল চিনা মোবাইল প্রস্ততকারক সংস্থা শাওমী। বর্তমানে ভারতের স্মার্ট ফোন বাজারের মোট ২৬ শতাংশ দখল করে রেখেছে এই চিনা সংস্থাটি। বৃহস্পতিবার কাউন্টার প্রিন্ট নামে একটি গবেষণা সংস্থার প্রকাশিত রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে।

চলতি বছরে সর্বাধিক স্মার্ট ফোন বিক্রির নিরিখে ভারত সেরা শাওমি


অন্যদিকে একইসাথে শাওমির 'শিপমেন্ট ভ্যালু’ গত ত্রৈমাসিকের থেকে প্রায় ৭শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও ওই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। পাশাপাশি দেশজুড়ে শিপমেন্ট ভ্যালুর পরিমাণও প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ওই গবেষণা সংস্থার প্রতিবেদন মারফত জানা যাচ্ছে। পাশাপাশি গত মাসেই দেশজুড়ে উৎসবের মরসুম উপলক্ষে অনলাইন বৈদ্যুতিন বিপণন সংস্থাগুলিকেও আকর্ষনীয় ছাড় দিতে দেখা যায় বিভিন্ন ব্রান্ডের নামি-দামী স্মার্ট ফোনের উপরে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে যা দেশজুড়ে শাওমীর মোবাইল বিক্রির হার বাড়াতেও বিশেষ ভাবে সাহায্য করে বলে মত ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে ভারতের স্মার্ট ফোন বাজারের প্রায় ২০ শতাংশ দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্ততকারক সংস্থা 'স্যামসং’। পাশাপাশি ১৭ শতাংশ বাজার দখল করে তৃতীয় স্থানে রয়েছে 'ভিভো’। আর তার ঠিক পরেই ভারতের মোট স্মার্ট ফোন মার্কেটের প্রায় ১৬ শতাংশ জায়গা নিজেদের দখলে রাখতে পেরেছে রিয়েলমি। ইতিমধ্যে বিক্রি ও জনপ্রিয়তার নিরিখে দেশের দ্রুত বেড়ে ওঠা স্মার্ট ফোন কোম্পানির তকমাও ছিনিয়ে নিয়েছে এই চিনা স্মার্ট ফোন প্রস্ততকারক সংস্থাটিও। পাশাপাশি গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি স্মার্ট ফোন বিক্রি করতে সক্ষম হয়েছে ওপো।

অন্যদিকে কাউন্টারপ্রিন্টের মতে, ভারতে ক্রমবর্ধমান স্মার্ট ফোন বাজারে আধিপত্য কায়েমের ক্ষেত্রে আশানুরূপ জায়গা ধরে রাখতে পারেনি স্যামসং। দেশ জুড়ে স্মার্ট ফোন বিক্রির নিরিখে গত ত্রৈমাসিকেই স্যামসংয়ের মার্কেট শেয়ারে প্রায় ৪ শতাংশ পারা পতন হয়। যদিও তাদের নতুন উদ্ভাবনা গ্যালাক্সি নোট ১০ বাজারে আসার পর অবস্থা কিছুটা অনুকূলে আসে।

একদিকে জিডিপির পারাপতন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দার কারণে যখন দেশের বাণিজ্য ক্ষেত্র গুলির নাজেহাল অবস্থা ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রেকর্ড পরিমাণ স্মার্ট ফোন বিক্রি হতে দেখা গেল ভারতে। ওই বিশেষ সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের শেষ ত্রৈমাসিকে প্রায় ৪.৯ কোটি স্মার্ট ফোন বিক্রি হয়েছে গোটা দেশ জুড়ে।

English summary
this year xiaomi has sold highest smartphones in india with a market share of 26 percent in last qaurter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X