For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের দু’‌টি ওষুধ কিনতে এবার আধার কার্ড বাধ্যতামূলক করল এই রাজ্য

করোনা ভাইরাসের দু’‌টি ওষুধ কিনতে এবার আধার কার্ড বাধ্যতামূলক করল এই রাজ্য

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ওষুধ কেনার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করল মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শুক্রবার এই মর্মে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা নিরাময়ে অ্যান্টি–ভাইরাল ওষুধ রেমডেসিভির ও অ্যান্টি–ইনফ্লেমেটরি ওষুধ টসিলিজুমাব কেনার জন্য করোনা রোগীর আত্মীয়কে আধার কার্ডের তথ্য, চিকিৎসকের প্রেসক্রিপশন, অনুমতি ফর্ম, কোভিড পজিটিভের রিপোর্ট ও ওই আত্মীয়ের যোগাযোগ নম্বর প্রয়োজন।

ওষুধের ঘাটতি ও কালো বাজারে বিক্রি হচ্ছে

ওষুধের ঘাটতি ও কালো বাজারে বিক্রি হচ্ছে

নিয়ামক কর্তৃপক্ষ সরাসরি নির্মাতাদের কাছ থেকে এগুলি কেনার পরে হাসপাতালগুলি ওষুধ সংগ্রহ করছে কিনা তা তদন্ত করছে। এফডিএ মন্ত্রী রাজেন্দ্র সিঙ্গনে জানিয়েছেন ওষুধের ঘাটতি এবং পরীক্ষামূলক ওষুধ কালো বাজারিতে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে খবর আছে যে অনেক মানুষই রয়েছেন যাদের এই ওষুধের প্রয়োজন নেই তা সত্ত্বেও তারা এই ওষুধ কেনার চেষ্টা করছে এবং তা বেশি টাকায় বিক্রি করছে।'‌ মন্ত্রী আরও বলেন, ‘‌ওষুধ বিক্রেতার কাছ থেকে এই ওষুধ কিনতে হলে এই নথিগুলো দেখানো বাধ্যতামূলক। এটি আমাদের ওষুধটি বিক্রয় ও তার ব্যবহার ট্র‌্যাক করতে সহায়তা করবে।'‌

করোনা রোগীর কাছে এত নথি চাওয়া অযৌক্তিক

করোনা রোগীর কাছে এত নথি চাওয়া অযৌক্তিক

যদিও কিছু চিকিৎসকদের মতে, করোনা রোগীর আত্মীয়দের কাছে এত নথি চাওয়া অত্যন্ত অন্যায়। মন্ত্রী আচমকা পরিদর্শনে যান বায়কুল্লার মসিনা হাসপাতাল ও ঘাটকোপার খুচরো ওষুধ বিক্রেতা এসকে ডিস্ট্রিবিউটারের দোকানে যান। মন্ত্রীর সঙ্গে পরিদর্শনে যাওয়া এফডিএর আধিকারিকরা জানিয়েছেন যে তারা এই দোকানের কেনাবেচা রেকর্ডের মধ্যে কোনও অমিল খুঁজে পাননি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটকোপার দোকানে ভিড় করা কয়েকশো মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল।

চাহিদা বেড়েছে এইসব ওষুধের

চাহিদা বেড়েছে এইসব ওষুধের

মন্ত্রী বলেন, ‘‌কোভিড-১৯ রোগীদের ওপর এই ওষুধগুলি যেহেতু উৎসাহজনক ফলাফল দেখিয়েছে, তাই শেষ কয়েক সপ্তাহে এই ওষুধের চাহিদা বেড়ে গিয়েছে।'‌ এফডিএ আধিকারিক বলেন, ‘‌আমরা লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলিকে উৎপাদন ত্বরান্বিত করতে বলেছি।'‌

 ২১০০ বোতল রেমডেসিভির এসেছে মুম্বইতে

২১০০ বোতল রেমডেসিভির এসেছে মুম্বইতে

এফডিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার শহরে সিপলা সংস্থার রেমডেসিভিরের ২১০০ বোতল এসে পৌঁছায়, যার মধ্যে ১৬০০ ডোজ গিয়েছে বেসরকারি হাসপাতালে এবং বাকিগুলি গিয়েছে বিএমসি হাসপাতালে। গত সপ্তাহে বিএমসি হেতেরোর কাছ থেকে ৬০০০ বোতল রেমডেসিভির নিয়েছে।

করোনা ভাইরাস 'ঘরে' বায়ুবাহিত! মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকরোনা ভাইরাস 'ঘরে' বায়ুবাহিত! মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

English summary
Aadhaar card is mandatory for purchase of two drugs required for treatment of coronavirus,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X