For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এই সাধারণ কৌশল আপনার হোয়াটস অ্যাপকে হ্যাক হওয়া থেকে বাঁচাবে

‌এই সাধারণ কৌশল আপনার হোয়াটস অ্যাপকে হ্যাক হওয়া থেকে বাঁচাবে

Google Oneindia Bengali News

জেফ বেজস হোক বা সৌদির প্রিন্স মহম্মদ বিন সলমন, সবাই এখন খবরে থাকেন। জানেন কি করে?‌ কারণ একটাই হোয়াটস অ্যাপ। তবে সৌদির প্রিন্স বেজসের হোয়াটস অ্যাপ হ্যাক করেছে কিনা সেটা বলতে না পারলেও, এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ফেসবুকের অধীন হোয়াটস অ্যাপের বেশ কিছু গুরুতর সুরক্ষা ও গোপনীয়তা সংক্রান্ত সমস্যা রয়েছে। এটা যদিও প্রথমবার নয়। এমনিতেও ১.‌৬ বিলিয়ন ব্যবহারকারী ঝুঁকি নিয়েই এই হোয়াটস অ্যাপ ব্যবহার করেন। তবে এই অনিশ্চয়তা থেকে বেড়িয়ে আসার জন্য আপনাকে একটা কাজই করতে হবে, যা আপনি এখনও পর্যন্ত করেননি।

হোয়াটস অ্যাপ সুরক্ষিত রাখার পদ্ধতি

হোয়াটস অ্যাপ সুরক্ষিত রাখার পদ্ধতি

প্রথমে হোয়াটস অ্যাপটা খুলুন এবং সেটিংসে যান। এরপর অ্যাকাউন্টে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশনে যান এবং তা এনাবেল করুন। এটা আপনাকে ৬ সংখ্যার পিন তৈরি করতে বলবে, যেটি আপনি সে কোনও সময় হোয়াটস অ্যাপ সেট করার জন্য ব্যবহার করতে পারেন। তাও আবার যে কোনও ফোনে। এটা ভেরিফেকেশন কোড থেকে সম্পূর্ণ আলাদা কোড, কারণ ফোনে প্রথমবার হোয়াটস অ্যাপ লগ ইনের সময় ফোনে এসএমএসের মাধ্যমে যে ভেরিফিকেশন কোড আসে তা অন্য। এই পিন সেটের পর আপনি নিজের ইমেলও দিতে পারেন, যদি কোনও কারণে আপনি ছয় সংখ্যার কোড ভুলে যান তবে এই ইমেলে হোয়াটস অ্যাপ লিঙ্ক পাঠিয়ে দেবে।

হোয়াটস অ্যাপ সুরক্ষিত রাখবে ছয়–সংখ্যার কোড

হোয়াটস অ্যাপ সুরক্ষিত রাখবে ছয়–সংখ্যার কোড

এখন প্রশ্ন উঠতে পারে এটা করার প্রয়োজনীয়তা কি? আপনার হোয়াটস অ্যাপে পরিচিতি‌দের তালিকা এবং চ্যাট সম্পর্কে জানতে বা তা হ্যাক করতে হলে আপনার ফোনের নাগাল পেতে হবে হ্যাকারকে। কিন্তু এই টু-স্টেপ ভেরিফিকেশন নম্বর এনাবেলড থাকলে, হ্যাকার চট আপনার হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট সেট করতে পারবে না। কারণ এই ছয় সংখ্যার কোড যেটি আপনি তৈরি করেছেন দ্বিতীয়বার হোয়াটস অ্যাপকে সুরক্ষিত করার জন্য।

পিন নম্বর মনে রাখা জরুরি

পিন নম্বর মনে রাখা জরুরি

যে ব্যবহারকারীর হোয়াটস অ্যাপ হ্যাকড হয়েছে একমাত্র সে তখনই জানতে পারবে যখন সে হোয়াটস অ্যাপ খুলবে এবং তারা তখন একটি পপ-আপ পাবে যেখানে তাদের বলা হবে যে তাদের হোয়াটস অ্যাপ অন্য ডিভাইসে স্থানান্তর হয়ে গিয়েছে এবং তার জন্য পুনরায় যাচাইকরণ করতে হবে। এরপর পুরোটাই কেমন গোলমাল হয়ে যায়। এর পাশাপাশি কখনও যদি ইমেলের মাধ্যমেও বলা হয় যে টু-স্টেপ ভেরিফিকেশন ডিসাবেল করতে, কিন্তু আপনি তা করেননি, তবে কখনই ইমেলের লিঙ্কে ক্লিক করবেন না। এর অর্থ কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে। এই পিন নম্বর মনে রাখা খুবই দরকার। তবেই হ্যাকারের হাত থেকে আপনার হোয়াটস অ্যাপ সুরক্ষিত থাকবে।

English summary
Open WhatsApp on your phone and go to Settings -> Account -> Two-Step Verification and tap on Enable. This will allow you to create a six-digit PIN which you will have to punch in any time you want to set up WhatsApp on any phoneপ্
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X