For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট

‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট

Google Oneindia Bengali News

সারা দেশজুড়ে যেখানে মামলার ফাইল প্রত্যেক দিনই বাড়তে থাকছে, সেখানে এই বছর সুপ্রিম কোর্ট খোলা থাকবে মাত্র ১৯০ দিন। অন্তত সেরকমটাই বলছে ২০২০ সালের ক্যালেন্ডার। অন্যদিকে, বম্বে, দিল্লি, গুয়াহাটি এবং মণিপুর হাইকোর্ট কর্মদিবসের ২১০ দিন খোলা থাকবে।

‌৩৬৫ দিনে ১৯০ দিন কাজ চলবে সুপ্রিম কোর্টে, ২১০ দিন খোলা থাকছে হাইকোর্ট


সেই ব্রিটিশ যুগ থেকে আদালতগুলির লম্বা ছুটির রীত চলে আসছে, যা স্বাধীনতার সাত দশক পরও বদলায়নি। এ বছর সিকিম হাইকোর্ট মাত্র ১৭৪ দিন কাজ হবে বাকি ১৯২ দিন ছুটি থাকবে। তার মানে প্রত্যেক মাসে গড়ে ১৫দিন করে কোর্টের কাজ চলবে। পঞ্জিকা অনুসারে, শীর্ষ আদালতে শনি–রবিবার সহ কোর্টের কাজ বন্ধ থাকবে ১৭৬ দিন। তার মানে প্রত্যেক মাসে গড়ে ১৬ দিন করে কোর্টের কাজ হবে। একদিকে সুপ্রিম কোর্টে ৬০ হাজারের কাছাকাছি মামলা জমে রয়েছে, সেখানে বছরের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে পাঁচটি ছুটি। তারমধ্যে উল্লেখযোগ্য ৪৫ দিনের গরমের ছুটি, এক সপ্তাহের হোলির ছুটি এবং ১৫ দিলেন শীতকালীন ছুটি। এছাড়াও দশেরা ও দিওয়ালিতে থাকছে প্রায় ১০ দিনের ছুটি।

তবে আদালতের কাজের ব্যাঘাতের কারণে এই ছুটিগুলি কমানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে রাজি হননি আইনজীবী মহল। বহু প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাজকে ৩৬৫ দিনই চালু রাখার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব মানেননি আইনজীবীরা। যদিও অনেক হাইকোর্টই দশকের পর দশক ধরে জমে থাকা মামলার নিষ্পত্তি করতে শনিবারও আদালত খোলা রেখে কাজ করে, তাও দীর্ঘ ছুটির তালিকা আর উচ্চ। কিন্তু আইন বিশেষজ্ঞরা এই দীর্ঘ ছুটির পক্ষে জানিয়েছেন যে বিচারকরা তাঁদের অনেক কাজই বাড়িতে বা চেম্বারে বসে সেরে ফেলেন এই ছুটিতে, অনেক বিচার লেকার কাজও হয় সেই সময়, যা উন্মুক্ত আদালতে হয়ে ওঠে না।

রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম বিবেচনা করা উচিত, দাবি শিব সেনা নেতাররাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম বিবেচনা করা উচিত, দাবি শিব সেনা নেতার

English summary
he Sikkim HC will sit for 174 days and remain closed for 192 days, resulting in an average sitting per month of 15 days only
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X