For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে আশা যোগাচ্ছে এই নতুন সুতির মাস্ক! দিবালোকে ১ ঘন্টাতেই ঘায়েল ৯৯ শতাংশ ভাইরাস

করোনা যুদ্ধে আশা যোগাচ্ছে এই নতুন সুতির মাস্ক! দিবালোকে ১ ঘন্টাতেই ঘায়েল ৯৯ শতাংশ ভাইরাস

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে নানারকম গুজবের মাঝে বিভিন্ন ধরনের মাস্কের কার্যকারিতা বুঝতে রীতিমতো বেগ পেতে হয়েছে জনসাধারণকে। এন৯৫ মাস্ক নিয়ে বাজারে যে হিড়িক পড়েছিল, তাতেও ভাটা পড়েছে বেশ ক'মাস আগে। সম্প্রতি বাজারে নানা কাপড়ের যে ডিজাইনার মাস্ক চালু হয়েছে, তা করোনা থেকে যথেষ্ট নিরাপত্তা দিতে সমর্থ, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ফলে চিন্তামুক্ত হয়ে জামাকাপড়ের সাথে ম্যাচিং মাস্ক পড়ার দিকে ঝুঁকছে জেন-ওয়াই!

ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস ঠেকাতে কতটা সমর্থ এই মাস্কগুলি?

ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস ঠেকাতে কতটা সমর্থ এই মাস্কগুলি?

সম্প্রতি বাজারে যে সুতি কাপড়ের পুর্নব্যবহারযোগ্য মাস্ক রয়েছে তা আটকাতে সক্ষম বলেই জানাচ্ছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, হাঁচিকাশির সাথে নির্গত ভাইরাস হোক বা ন্যানোপার্টিকল, সবই রুখতে সমর্থ এই মাস্ক। যদিও এসিএস জার্নালে প্রকাশিত তথ্যানুযায়ী, মাস্কের উপরিতলে আটকে থাকা ভাইরাসের মাধ্যমেঅ পরবর্তীতে করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে এই ক্ষেত্রে আবার নতুন আশার কথা শোনাচ্ছেন মার্কিন গবেষকরা।

আরওএস প্রযুক্তির মাস্কে ঘায়েল ভাইরাস

আরওএস প্রযুক্তির মাস্কে ঘায়েল ভাইরাস

অন্যদিকে সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদল একরকমের সুতির মাস্ক তৈরি করেছে যা সূর্যালোকে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) নির্গত করে। এই আরওএস মাস্কে আটকে থাকা জীবাণুতে মেরে ফেলতে সক্ষম। এমনকী সূর্যের আলোয় ১ ঘন্টার মধ্যে ৯৯.৯৯% ভাইরাস-ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে এই মাস্ক। গবেষকরা বলছেন, নিজের কাপড়ের মাস্ককে জীবাণুমুক্ত করার জন্যে অফিসের লাঞ্চ ব্রেকে একঘন্টা রোদে রেখা দেলেই মুশকিল আসান সম্ভব।

ভাইরাস প্রতিরোধী সুতির কাপড়ই কী মাস্কের ভবিষ্যত?

ভাইরাস প্রতিরোধী সুতির কাপড়ই কী মাস্কের ভবিষ্যত?

গবেষকদের তরফে জানা গেছে, ধনাত্মক চার্জের ২-ডাইইথাইলরিঅ্যামিনোইথাইল ক্লোরাইডকে সুতি কাপড়ের সঙ্গে যুক্ত করে এই মাস্কের কাপড় বানানো হয়েছে। তাঁরা জানান, এই নবনির্মিত কাপড়কে এরপর ঋণাত্মক চার্জের আরওএস নির্গমনকারী যৌগের তরলে ডোবানো হয়। আর তাতেই মিলছে সুফল। সূত্রের খবর, খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে গবেষণাগারে ব্যবহার করা হবে এই মাস্ক।

সূর্যালোকেই কেল্লাফতে

সূর্যালোকেই কেল্লাফতে

মাস্কের বিষয়ে বলতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, রোজ বেঙ্গল নামক একটি বিশেষ রঙের সুতি কাপড়ের সঙ্গে উপরি উক্ত যৌগগুলি যুক্ত করলেই তা সূর্যের আলোয় প্রায় ৯৯.৯৯% ভাইরাসকে মেরে ফেলতে পারে। টি৭ ব্যাকটেরিওফাজগুলি এক্ষেত্রে করোনা ভাইরাসের থেকেও শক্তিশালী, কিন্তু এই মাস্কগুলি সেই ভাইরাসগুলিকেও মাত্র ৩০ মিনিটে মেরে ফেলতে পারে।

টানা ৭দিন ব্যবহারযোগ্য এই মাস্ক

টানা ৭দিন ব্যবহারযোগ্য এই মাস্ক

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানিয়েছে, এই মাস্কগুলিকে পরপর প্রায় ১০ বার পর্যন্ত ধুয়ে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি একটানা ৭ দিন পর্যন্ত এগুলির জীবাণু প্রতিরোধী ক্ষমতা বজায় থাকে। তবে বিজ্ঞানীরা এও জানাচ্ছেন, এই ধরণের সুতি কাপড়ের আরও পরীক্ষানিরীক্ষা প্রয়োজন রয়েছে। তারপরেই তারপরেই বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি এই মাস্ক বাণিজ্যিক ভাবে বাজারজাতকরন সম্ভব।

{quiz_424}

English summary
This new cotton mask is giving hope to the Corona War 99 percent of the virus is killed in 1 hour in broad daylight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X