For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৪৭ সালে ভারতে কত টাকা দিতে হ'ত আয়কর? অঙ্ক জানলে চমকে উঠবেন

আয়করের ইতিহাস থেকে বিবর্তন

Google Oneindia Bengali News

১ ফেব্রুয়ারি, ২০২২-এ পেশ হতে চলেছে ২০২২-২০২৩ অর্থবর্ষে দেশের সাধারণ বাজেট। সাধারণ বাজেট পেশের আগে এবং বাজেট পেশের সময় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয় তা হল 'আয়কর স্ল্যাব'। এটি বাজেটের এমন একটি বিষয় থেকে যায়, যার দিকে সকল সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জন, সকলের বিশেষ দৃষ্টি থাকে। তবে এবার করোনার কারণে খতিগ্রস্থ হয়েছে দেশের আর্থিক পরিকাঠামোর। বিশেষ করে কল কারখানা, পর্যটন ও অটো মোবাইল ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা। তাই এবার দেশের শ্রমিক শ্রেণী আয়কর স্ল্যাবে কিছু পরিবর্তনের আশা করছেন।

স্বাধীনতা কালে আয়কর

স্বাধীনতা কালে আয়কর

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকেই আয়কর স্ল্যাবের নানা বিবর্তন ও পরিবর্তন করা হয়। তবে ভারতে স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল আয়কর প্রদান। তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ায় আয়কর দিতে হত ভারতের অধিকাংশ শ্রেণীর মানুষদের। কিন্তু বর্তমানে গত আট বছরে যে আয়কর স্ল্যাবের কোনো পরিবর্তন হয়নি তা নিয়ে অর্থমন্ত্রী এই বছর অবশ্যই ইতিবাচক কিছু ভাববেন বলে আশা করছেন করদাতারা। কর সংক্রান্ত কোনো নির্দিষ্ট নিয়ম নেই ভারতের সংবিধানে। সরকার প্রয়োজন মত সময়ে সময়ে এটি পরিবর্তন করে থাকে। তবে মজার ব্যাপার হলো স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি সরকারই বহাল রেখেছে এই কর গ্রহণ। বলা হয়ে থাকে, স্বাধীনতার ৮২ বছর আগে থেকেই দেশে আয়ের ওপর কর ব্যবস্থা চালু হয়েছিল ইংরেজ দের দ্বারা। আর সেই ট্র্যাডিশন এখনও চলে আসছে।

 ১৯৪৯-৫০ সালের আয়করের হার

১৯৪৯-৫০ সালের আয়করের হার

স্বাধীনতার পর, ভারতে প্রথমবারের মতো ১৯৪৯-৫০ সালের বাজেটে আয়করের হার নির্ধারণ করা হয়েছিল। আগে ১০ হাজার পর্যন্ত বার্ষিক আয়ে ৪ পয়সা কর দিতে হত দেশের মানুষদের। পরে ১০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর এটি কমিয়ে ৩ পয়সা করা হয়। একই সময়ে, যারা ১০ হাজারের বেশি আয় করেছেন তাদের কর হিসাবে দিতে হত ১.৯ আনা।

কত টাকা পর্যন্ত আয়কর ছাড়?

কত টাকা পর্যন্ত আয়কর ছাড়?

১৯৪৯-৫০ সালের বাজেটে আয়করের হার নির্ধারণের পর, ১,৫০০ টাকা পর্যন্ত আয়ের উপর কোন আয়করে ছাড় ঘোষণা করা হয়। এই বাজেটে ১,৫০১ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৪.৬৯ শতাংশ আয়করের বিধান ছিল। একই সময়ে, ৫,০০১ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০.৯৪ শতাংশ কর দিতে হত দেশের নাগরিকদের।

 সর্বোচ্চ ৩১.২৫ শতাংশ কর

সর্বোচ্চ ৩১.২৫ শতাংশ কর

১০,০০০ হাজার টাকার উপরে যাদের আয় ১০,০০১ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে, তাঁদের আয়কর দিতে হত ২১.৮৮ শতাংশ হারে। পাশাপাশি, ১৫,০০১ টাকার বেশি আয়কারীদের জন্য আয়কর স্ল্যাব ছিল ৩১.২৫ শতাংশ। এরপর বছরের পর বছর কর বিধি পরিবর্তন করা হয়। এখন করমুক্ত আয়ের সীমা আড়াই লাখে উন্নীত হয়েছে।

বর্তমানে আয়করের হার

বর্তমানে আয়করের হার

দিন যত গিয়েছে ততই পরিবর্তন হয়েছে দেশের আয়করের হারের। বর্তমানে আয়করের জন্য কেমন হিসেব আখতে হয় দেশের নাগরিকদের পকেটে? একটি সহজ তালিকার দিকে চোখ রাখলেই তার সুন্দর ধারনা লাভ করা যাবে।

* বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম- আয়করমুক্ত

* বার্ষিক আয় ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা- আয়করের পরিমাণ ৫%

* বার্ষিক আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকা- আয়করের পরিমাণ ১০%

* বার্ষিক আয় ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা- আয়করের পরিমাণ ১৫%

* বার্ষিক আয় ১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ টাকা - আয়করের পরিমাণ ২০%

* বার্ষিক আয় ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা- আয়করের পরিমাণ ২৫%

* বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার উপরে আয়- আয়করের পরিমাণ ৩০%

English summary
How much income tax had to be paid in India in 1947? You will be surprised to know the amount, and here is the present scenario of it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X