For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলাই লামাকে পাশে নিয়ে তিব্বতকে যে বার্তা দিলেন এই দাপুটে বিজেপি নেতা

আধ্যাত্মিক গুরু দালাই লামার তিব্বত ছেড়ে চলে আসার ৬০ বছর পূর্তি হল। আর সেই উপলক্ষ্যে এদিন ধর্মশালাতে এক অনুষ্ঠান আয়োজিত হয় সেন্ট্রাল টিবেট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে।

  • |
Google Oneindia Bengali News

আধ্যাত্মিক গুরু দালাই লামার তিব্বত ছেড়ে চলে আসার ৬০ বছর পূর্তি হল। আর সেই উপলক্ষ্যে এদিন ধর্মশালাতে এক অনুষ্ঠান আয়োজিত হয় সেন্ট্রাল টিবেট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। 'থ্য়াঙ্ক ইউ ইন্ডিয়া' নামাঙ্কিত এই অনুষ্ঠানে দলাই লামা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা ও বিজেপি নেতা রাম মাধব ও কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদী।

দালাই লামাকে পাশে নিয়ে তিব্বতকে যে বার্তা দিলেন এই দাপুটে বিজেপি নেতা

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাম মাধব ভারতে অবস্থিত তিব্বতবাসীদের উদ্দেশে জানান, 'আমরা জানি রিফিউজির জীবন বড়ই কঠিন...আমরা বিপদে মানুষকে আশ্রয় দিয়েছি। যাঁরা বিপদে পড়েন তাঁদের সবসময়ে ভারত আশ্রয় দেয়।'ভারতে বসবাসকারী তিব্বতিদের তিনি 'সম্মানজনক অতিথি' বলে এদিন সম্বোধন করেন। পাশাপাশি দুটি দেশের অধিবাসীরা আধ্য়াত্মিক ও ধর্মীয় সতীর্থ বলেও দাবি করেন তিনি।

এদিকে, মন্ত্রী মহেশ শর্মা ও রাম মাধবের এই অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে বেশ সোরগোল পড়েছে। কারণ, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ইতিমধ্যেই সমস্ত মন্ত্রীদের চিঠি দিয়ে জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকতে। উল্লেখ্য, জোকলাম ইস্য়ুর পর এই মুহুর্তে ভারত-চিন সম্পর্ক এক্কেবারে সংবেদনশীল জায়গায় রয়েছে। আর সেই প্রেক্ষিতেই এখন তিব্বত ইস্যু নিয়ে মন্ত্রীদের অযথা মুখ খোলা বা সেই সংক্রান্ত অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

English summary
This is your land, don't want to call you refugees: BJP's Ram Madhav to Tibetans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X