For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জীবনের ঝুঁকি কমাতে পারে এই ওষুধটি

হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জীবনের ঝুঁকি কমাতে পারে এই ওষুধটি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণার পাশাপাশি চিকিৎসকরা নানারকম ওষুধের মাধ্যমেও করোনা মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এককথায় বলা যায়, চলছে পরীক্ষা, যদি কোনও ওষুধে করোনা ঝুঁকি কমিয়ে ফেলা যায়। তেমনই একটি পরীক্ষায় সাফল্যের মুখ দেখেছেন ব্রিটেনের চিকিৎকরা। সোমবার সিনাইরজেন পিএলসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এক ওষুধ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর জীবনের ধুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জীবনের ঝুঁকি কমাতে পারে এই ওষুধটি


এই ওষুধ প্রয়োগ করা হয়েছে ব্রিটেনের ১০০ জন মানুষের ওপর এবং সেখানে ইতিবাচক ফল দেখা গিয়েছে। এই ওষুধ ৭৯ শতাংশ জীবনের ঝুঁকি কমাতে সহায়তা করে বলে জানা গিয়েছে। সংস্থার মতে, যে সব রোগী এসএনজি০০১ খেয়েছেন দু’‌বারে বেশি তাঁরা কোভিড–১৯ থেকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। সংস্থার এও দাবি যে এই ওষুধ সেবনের ফলে কোনও কোভিড রোগীর মৃত্যুও হয়নি। বরঞ্চ প্ল্যাসেবো নামের এক ওষুধ সেবনে তিনজনের মৃত্যু হয়। সংস্থার চিফ এক্সিকিউটিভ রিচার্ড মার্সডেন বলেন, '‌ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল পেয়েছি, এই ওষুধ করোনা ভাইরাসের ভিন্ন ভিন্ন উপসর্গকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য দারুণ সুখবরের ইঙ্গিত।’‌

সাধারণত করোনা ভাইরাসের আক্রমণ হলেই শরীরে ইন্টারফেরন বেটা নামে প্রোটিন ভাইরাস স্বাভাবিক ভাবে তৈরি হয়। এই ওষুধ সেই প্রোটিন ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দেয়। সেই ধরনের একটি প্রোটিন মিশ্রণে তৈরি ওষুধ ব্যবহার করে দেখা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে যাদের জীবনের ঝুঁকি রয়েছে, তেমন রোগীদের ক্ষেত্রে আশাজনক ফল মিলেছে। ৭৯ শতাংশ আক্রান্তের জীবনের ঝুঁকি কমেছে। এসএনজি০০১ সেবনের ফলে করোনা রোগী দ্রুত সেরে উঠছে। প্রথাগত ওষুধের তুলনায় ফল অনেক ভাল হওয়ায় করোনা মোকাবিলার ক্ষেত্রে এটিকে অনেক বড় এক সাফল্য বলে মনে করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, হাসপাতালে প্ল্যাসেবো প্রাপ্ত রোগীদের তুলনায় এসএনজি০০১ দেওয়া রোগীরা দ্বিগুণের চেয়ে বেশি সুস্থ হয়ে উঠেছেন। সিনাইরজেন বলছে, তাদের ওষুধটি করোনা রোগীদের শ্বাস–প্রশ্বাসের সমস্যাও 'অত্যন্ত উল্লেখযোগ্য’ পরিমাণে হ্রাস করে।

নতুন চিকিৎসাপদ্ধতি অনুযায়ী, নেবুলাইজার ব্যবহার করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফুসফুসে সরাসরি এই প্রোটিন প্রয়োগ করা হয়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে বলে আশা বিজ্ঞানীদের। ব্রিটেনের অন্তত ৯টি হাসপাতালে ভর্তি ১০০ জন করোনা আক্রান্ত স্বেচ্ছাসেবীর শরীরে নতুন এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে সিনাইরজেন। তাদের এই চিকিৎসাপদ্ধতির ফল প্রকাশের পর সোমবার সংস্থাটির শেয়ারের দাম তিনশ গুণ বৃদ্ধি পেয়েছে

বামেরা ফের শক্তি বাড়াচ্ছে, তৃণমূল-বিজেপির ব্যর্থতাকে কাজে লাগিয়ে উড়ছে লালঝান্ডাবামেরা ফের শক্তি বাড়াচ্ছে, তৃণমূল-বিজেপির ব্যর্থতাকে কাজে লাগিয়ে উড়ছে লালঝান্ডা

English summary
this drug can reduce the risk of corona patients undergoing treatment at the hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X