For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরুকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে! দাবি মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিকের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ৮ অগাস্ট : গত দু'বছরে গো-হত্যা ও এই সংক্রান্ত নানা ইস্যু বারবার খবরে এসেছে। একে কেন্দ্র করে দেশে কয়েকটি প্রাণহানি ও অশান্তির ঘটনাও ঘটেছে। ফলে গরুকে কেন্দ্র করে যে কোনও ইস্যুই ভারতের এখন হট কেকের মতো বিকোয়। [গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]

এই ইস্যুতেই একেবারে মোক্ষম দাবি করে বসলেন মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিক। তিনি মধ্যপ্রদেশ গোপালন এবং পশুধন সংবর্ধন বোর্ডের কার্যকরী সমিতির চেয়ারম্যান স্বামী অখিলেশ্বরানন্দ গিরি। তাঁর দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে গরুকে কেন্দ্র করে। [মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']

গরুকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে!

স্বামী অখিলেশ্বরানন্দ গিরি রাজ্যে গরু ও এই প্রজাতির প্রাণী সংরক্ষণ ও তা রক্ষার কাজ করেন। সরকারই তাকে এই পদে বসিয়েছে। তাঁর দাবি, ইতিহাসে বারবার গরুকে নিয়ে দ্বন্দ্বের উল্লেখ রয়েছে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহও গরুকে কেন্দ্র করে শুরু হয়েছিল। সন্ন্যাসীর বেশধারী এই সরকারি আধিকারিকের দাবি, এবারও তেমন কিছুই হতে চলেছে। [গরুর হৃৎপিন্ডে নতুন প্রাণ ফিরে পেলেন ৮১ বছরের বৃদ্ধা]

স্বামীজির কথায়, নিজের চোখের সামনে গো-রক্ষকরা মৃত অথবা আহত গরুকে গাড়িতে করে যেতে দেখতে পাচ্ছে। ফলে তাদের মেজাজ হারানো অস্বাভাবিক নয়। কারণ এর সঙ্গে তাদের আবেগ জড়িয়ে রয়েছে। তবে সব রাজ্য গো-হত্যা নিয়ে কড়া আইন করলে তা বন্ধ হতে বাধ্য বলেও জানিয়েছেন তিনি। ['গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক]

ভিএইচপির তরফে নিয়োগপ্রাপ্ত স্বামী অখিলেশ্বরানন্দ গিরি জানিয়েছেন, মধ্যপ্রদেশে আলাদা গো-মন্ত্রক তৈরি হবে। এব্যাপারে নাকি রাজ্য সরকারের অনুমোদনও পাওয়া হয়ে গিয়েছে। এমনকী ১৫ কোটি টাকা সরকারের তরফে দানও করা হয়েছে। তবে গো-রক্ষা ও সংরক্ষণের জন্য অন্তত ১০০ কোটি টাকা প্রয়োজন। সেজন্য রাজ্যের মন্ত্রীদের চিঠি লিখে প্রত্যক্ষ সাহায্যের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন স্বামী অখিলেশ্বরানন্দ গিরি।

English summary
Third world war will start over a cow, predicts this Madhya Pradesh govt official
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X