For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের তৃতীয় ওয়েভ কমছে, দৈনিক টেস্ট ৭০ হাজারের বেশি দিল্লিতে

কোভিডের তৃতীয় ওয়েভ কমছে

Google Oneindia Bengali News

দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন শুক্রবার জানিয়েছেন যে রাজধানীতে করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ কমে আসছে এবং টানা দশদিন ধরে পজিটিভ হার ৫ শতাংশের নীচে রয়েছে। প্রসঙ্গত, দিল্লির করোনা সংক্রমণ ক্রমাগত উদ্বেগ বাড়িয়ে চলেছে সরকারের।

কোভিডের তৃতীয় ওয়েভ কমছে, দৈনিক টেস্ট ৭০ হাজারের বেশি দিল্লিতে


এক প্রেস বিজ্ঞপ্তিতে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, '‌দিল্লিতে করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ নিম্নগামী। আমরা এখন বলতে পারি যে ৭ নভেম্বর কোভিড পজিটিভিটি হার ছিল শীর্ষে ১৫.‌২৬ শতাংশ তা এখন বর্তমানে গত দশদিন ধরে ৫ শতাংশের নীচে রয়েছে।’‌ তিনি এও জানিয়েছেন যে দিল্লিতে দৈনিক ৭০ হাজারের বেশি করোনা টেস্ট হচ্ছে, দেশের মধ্যে এখানেই প্রতি দশ লক্ষে সর্বোচ্চ টেস্ট হচ্ছে। নভেম্বরের শেষের দিকে, দিল্লিতে প্রতি দশ লক্ষে সর্বোচ্চ ৩৩০,২০১–এর বেশি টেস্ট হয়েছে। কোরনা টেস্টের জাতীয় গড় দাঁড়িয়ে রয়েছে ১০০,১৫৯–এ।

দিল্লির পরই করোনা টেস্টে দ্বিতীয় স্থানে রয়েছে লাদাখ (‌২৪১,৩৫৫)‌, গোয়া (‌২৩৭,৬২৬)‌ এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ড (‌২০২,০৩৩)‌, যা দিল্লির জনসংখ্যার একটা অংশ। স্বাস্থ্য মন্ত্রী বলেন, '‌বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মানুষকে ক্রামগত মাস্ক পরতে হবে এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। এটা এই কারণে যে দিল্লিবাসীদের সহযোগিতার জন্যই আমরা এই ফল দেখতে পেয়েছি। আমি স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ দিতে চাই যাঁরা দিনরাত কাজ করে চলেছেন।’ দিল্লিতে ডিসেম্বরে গড়ে ৭১,৭৪১টি নমুনার টেস্ট হয়েছে একদিনে, যা নভেম্বরের সঙ্গে তুলনা করলে সংখ্যাটা ৫৩,৫৭৯। এই নুনার বেশিরভাগটাই টেস্ট হয়েছে আরটি–পিসিআর পদ্ধতির মাধ্যমে। ‌

'বেসুরো’ রাজীব সরছেন না 'বিদ্রোহী’র পথ থেকে, একুশের আগে দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা'বেসুরো’ রাজীব সরছেন না 'বিদ্রোহী’র পথ থেকে, একুশের আগে দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা

English summary
third wave of covid waning with more than 70000 daily tests in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X