For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে বিহার, সরকার ব্যবস্থা নিচ্ছে, বললেন নীতীশ কুমার

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে বিহার, সরকার ব্যবস্থা নিচ্ছে, বললেন নীতীশ কুমার

  • |
Google Oneindia Bengali News

কোভিডের ভ্রুকুটি এড়িয়ে বড়দিনে উৎসবে মেতেছে কলকাতা। পার্ক স্ট্রিট সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে উপচে পড়েছে ভিড়। তবে ঠিক এই কারণেই রাজ্যজুড়ে বাড়তে পারে সংক্রমণ। প্রতিবেশী রাজ্য বিহারের মতোই এই রাজ্যেও আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন যে, রাজ্যে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। তা প্রতিহত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নিচ্ছে সরকার।

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে বিহার, সরকার ব্যবস্থা নিচ্ছে, বললেন নীতীশ কুমার

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৯৬তম জাতীয় কনফারেন্স উদ্বোধন করার সময় নীতিশ তৃতীয় ঢেউয়ের আছড়ে অড়ার কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিকিৎসকদের ভূমিকার প্রশংসাও করেন তিনি। তাঁর কথায়, 'চিকিৎসকরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও অক্লান্ত পরিশ্রম করেছেন৷ প্রথম এবং দ্বিতীয়, দুই ঢেউয়ের সময়ই কোভিড-নন কোভিড রোগীদের সুস্থ করে তুলেছেন তাঁরা৷' এরপরেই তিনি রাজ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা বলেন। একইসঙ্গে জানান, রাজ্যের স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, হাসপাতালের সমস্ত পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিচ্ছে তারা৷

একধাক্কায় সারা দেশে ৪০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণএকধাক্কায় সারা দেশে ৪০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ

নীতীশ আরও বলেন, ' পটনা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করছি আমরা। ৫৪০০ শয্যার হাসপাতালটিতে বিশ্বমানের পরিষেবা দেওয়া হবে৷ এই হাসপাতাল ছাড়া NMCH ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। পটনায় ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সের শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। তাছাড়া মোট ন'টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে রাজ্যে'৷

মদ্যপানের বিরুদ্ধেও আওয়াজ তোলেন নীতীশ। চিকিৎসকদের কাছে তিনি অনুরোধ করেন, তাঁরা যেন মদ্যপানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলেন। এই কাজে সম্পূর্ণ সরকারি সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি৷ তাঁর কথায়, মানুষের প্রাণ বাঁচানোর জন্য সমাজে ভগবানের আসন পান চিকিৎসকরা। তাই তাঁদের উচিত মদ্যপান সহ অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা।

English summary
Third wave in Bihar, govt is taking action, says Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X