For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ বছরের অক্টোবরে করোনার তৃতীয় ওয়েভ দেখা দিতে পারে এই রাজ্যে, মত বিশেষজ্ঞদের

এ বছরের অক্টোবরে করোনার তৃতীয় ওয়েভ দেখা দিতে পারে এই রাজ্যে

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ ইতিমধ্যেই তীব্রভাবে সংক্রমণকে নিয়ে গিয়েছে ১.‌৯৫ কোটিতে। একাধিক রাজ্য করোনার দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আংশিক ও পূর্ণ লকডাউন জারি করেছে। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো কর্নাটকের অবস্থাও খুব একটা ভালো নয়। এরই মাঝে ফের আশঙ্কার কথা শোনালো টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি। তারা জানিয়েছে, এই দ্বিতীয় ওয়েভের মাঝেই এ বছরের অক্টোবর–নভেম্বর মাসে কর্নাটকে তৃতীয় ওয়েভ আসতে পারে

এ বছরের অক্টোবরে করোনার তৃতীয় ওয়েভ দেখা দিতে পারে এই রাজ্যে, মত বিশেষজ্ঞদের


দ্বিতীয় করোনা ভাইরাসের চাপে ইতিমধ্যেই জর্জরিত কর্নাটক। রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয় ওয়েভ জুলাই মাসে কিছুটা কম হলেও তা আবার পুনরায় অক্টোবরে মাথা চাড়া দিয়ে উঠবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে রাজ্য ও ইউরোপিয়ান দেশগুলিতে তৃতীয় ওয়েভ অবশ্যই আসবে এবং একে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি খুব গুরুত্ব সহকারে নিতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য কোভিড–১৯–এর যথায়ত বিধি পালন, সামাজিক দুরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা এবং হাত ধোওয়া বারবার। তৃতীয় ওয়েভের আগেই টিকাকরণ করে নেওয়াও উচিত।

প্রসঙ্গত, মঙ্গলবার, ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের জন্য কার্ফু শুরু হয়েছে কর্ণাটকে ৷ ইতিমধ্যেই কর্নাটক রাজ্যে বেশ কিছু পজিটিভ করোনা রোগী পলাতক। যাদের জন্য রাজ্যের ঝুঁকি আরও বেড়ে গিয়েছে। নানা নিষেধাজ্ঞার পরও বাগে আসেনি পরিস্থিতি। উল্টে রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ রাজ্যেও দেখা দিয়েছে বেড–অক্সিজেনের ঘাটতি। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

English summary
third covid wave may strike karnataka in october
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X