For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নথি না থাকলে দেশ থেকে বিতাড়িত করা হবে, সিএএর সমর্থনে মন্তব্য বিজেপি বিধায়কের

নথি না থাকলে দেশ থেকে বিতাড়িত করা হবে, সিএএর সমর্থনে মন্তব্য বিজেপি বিধায়কের

Google Oneindia Bengali News

দেশের সরকার যখন দেশবাসীর মন থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর নিয়ে ভয় কাটানোর চেষ্টা করছেন, ঠিক অন্যদিকে তারই দলের বিধায়ক বিতর্কিত আইন নিয়ে মানুষকে উস্কে দেওয়ার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টতই বলেছিলেন যে প্যান–ইন্ডিয়া এনআরসি পরিকল্পনাটি এখন সরিয়ে রাখা হয়েছে, তাও দলের আইন–শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তাদের ঘৃণাজনক আচরণ থেকে বিরত থাকেন না।

নথি না থাকলে দেশ থেকে বিতাড়িত করা হবে, সিএএর সমর্থনে মন্তব্য বিজেপি বিধায়কের


সিএএ–কে সমর্থন জানিয়ে আলিগড়ের ইগলাস এলাকার বিজেপি বিধায়ক রাজকুমার সহযোগি বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি জানিয়েছেন যে যাঁরা তাদের বংশের বিশদ তথ্য এবং তাঁদের জায়গার বিবরণ দিতে পারবেন না, তাঁদের দেশের বাইরে বের করে দেওয়া হবে। বিধায়ক এক প্রকাশ্য জনসভায় বলেন, '‌আপনি কার সন্তান?‌ আপনি কোথা থেকে এসেছেন?‌ আপনাকে তার প্রমাণ দেখাতে হবে। আপনার যদি তা না থাকে তবে আপনি দেশ ছেড়ে চলে যান।’‌ তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের আওতায় দেশে জনগণনা চলছে এবং আইন থেকে বাঁচতে অবৈধ অভিবাসীরা তাদের পরিচয়পত্র তৈরি করতে মরিয়া, কেন্দ্র অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার শপথ করেছে।

প্রসঙ্গত আলিগড় জেলা প্রশাসন হাজার জন সিএএ–বিরুদ্ধকারীদের নোটিস পাঠিয়ে তাঁদের সতর্ক করেছে যে তারা কেন নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করছে সে সম্পর্কে যদি কোনও বৈধ ব্যাখ্যা না দেওয়া হয় তবে তারা তাদের সম্পত্তি হারাতে পারে। শহরের জেলা শাসক বিনীত কুমার সিং বলেন, '‌তারা যদি আগামী সাতদিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় তবে ভারতীয় দণ্ড বিধির আওতায় যথাযথ ধারায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।’‌

'কোনও ডান্ডাই কিছু করতে পারবেনা', রাহুলকে অসম থেকে তোপ মোদীর 'কোনও ডান্ডাই কিছু করতে পারবেনা', রাহুলকে অসম থেকে তোপ মোদীর

English summary
Rajkumar Sahyogi said at a gathering in support of the CAA that those who can’t get the details of their lineage, and the place they belong to, will be pushed outside the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X