For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তম দফা শেষ হওয়ার আগেই 'সক্রিয়'! জোট সরকার নিয়ে বড় বার্তা নরেন্দ্র মোদীর

সারা দেশে এখনও একদফা নির্বাচন বাকি রয়েছে। তার আগেই সক্রিয় নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Google Oneindia Bengali News

সারা দেশে এখনও একদফা নির্বাচন বাকি রয়েছে। তার আগেই সক্রিয় নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। জোট সরকার দেশের অখণ্ডতাকে রক্ষা করে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। যদিও একইসঙ্গে এনডিএ তথা বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন তিনি।

সব দলেরই দাবি, তারাই সরকার গড়বে

সব দলেরই দাবি, তারাই সরকার গড়বে

বিজেপি ২০১৪-র মতো ফল করতে পারবে, নাকি তারা বিরোধী আসনে বসবে, তা জানা যাবে ২৩ মে নির্বাচনের ফল ঘোষণার পর। কিন্তু ছয় পর্যায়ের ভোটের পর প্রায় সবদলই সুনিশ্চিত যে তারা কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে। বিরোধী নেতাদের বৈঠক চলছে বিভিন্ন জায়গায়। তেমনই একটি বৈঠকে সোমবার হাজির ছিলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এবং ডিএমকে নেতা স্ট্যালিন।

মোদীর দাবি

মোদীর দাবি

তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, এবার এনডিএ-তে আগেরবারের থেকে বেশি সাংসদ থাকবেন। জোট সরকার দেশের অখণ্ডতাকে রক্ষা করে বলেও মন্তব্য করেছেন মোদী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মোদী বলেছেন, নির্বাচনের আগেও তারা বলেছেন, সরকারের প্রতি দেশের মানুষের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। মানুষের স্বপ্ন পূরণ করতে তারা দিন-রাত কাজ করেছেন বলেও জানিয়েছেন মোদী। সেই জন্যই তারা বলছেন, এবারের নির্বাচনে বেশি আসন পাবেন তারা। বিজেপি ও এনডিএ-র শক্তি বৃদ্ধি পাবে বলেও দাবি করেছেন তিনি।

বিজেপির জোট সরকারের উদাহরণ

বিজেপির জোট সরকারের উদাহরণ

একইসঙ্গে তিনি বলেছেন, জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। হরিয়ানার বংশীলাল সরকার, চৌতালা সরকারের উদাহরণ টেনেছেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু ও কাশ্মীরে আব্দুল সাহিব এবং মুফতির সরকারের কথাও উল্লেখ করেছেন তিনি। গুজরাতে চিমন ভাই প্যাটেলের সরকারের উল্লেখ করেছেন তিনি। সবাইকে নিয়েই তারা কাজ করতে চান। তাতে আঞ্চলিক বিষয়কে ভাল করে বোঝা যাবে। দেশকেও শক্তিশালী করা যাবে বলে মন্তব্য করেছেন মোদী।

ছয় দফায় দেশের ৪৮৩ আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সপ্তম দফায় ১৯ মে সারা দেশে ৫৯ টি আসনে ভোট রয়েছে।

English summary
They have an experience of running coalition govt, big statement made by PM Modi before 7th Phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X