For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ ঠান্ডা লাগার থেকে ওমিক্রনকে আলাদা করবে এই দুটি উপসর্গ

সাধারণ ঠান্ডা লাগার থেকে ওমিক্রনকে আলাদা করবে এই দুটি উপসর্গ

  • |
Google Oneindia Bengali News

করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের কারণে দেশে তৃতীয় ওয়েভ শুরু হয়েছে৷ দৈনিক সংক্রমণ ২ লক্ষ স্পর্শ করতে চলেছে, কিন্তু কিভাবে বুঝবেন আপনি ওমিক্রনে সংক্রমিত? চিকিৎসক ও বিশেষজ্ঞরা করোনার যে সব উপসর্গের কথা জানিয়েছেন তা বহু বছর ধরে এই ঠানৃডূর সিজনে ভারতে প্রায় প্রতিটি বাড়িতে কারও না কারও শরীরে দেখা গিয়েছে এতদিন! তাহলে কিভাবে আলাদা করা সম্ভব ওমিক্রন ও সাধারণ ঠান্ড লাগাকে? নাকি আদৌও উপসর্গ দেখে এদের আলাদা করা সম্ভব নয়?

কী বলছেন করোনা বিশেষজ্ঞরা?

কী বলছেন করোনা বিশেষজ্ঞরা?

চিকিৎসক ও বিশেষজ্ঞদের বড় অংশ যদিও ওমিক্রন ও সাধারণ ঠান্ডাজনিত ফ্লু-কে উপসর্গের ক্ষেত্রে একই জায়গাতে রাখছেন কিন্তু তারপরও ওমিক্রনের ক্ষেত্রে এমন দু'টি উপসর্গ চিহ্নিত করা গিয়েছে যা সাধারণ ঠান্ডা লাগার ক্ষেত্রে দেখা যায় না! করোনা বিশেষজ্ঞদের এক বড় অংশ বলছেন পিঠের নীচের অংশ কোমর থেকে পায়ে হঠাৎই অসহ্য ব্যাথা ওমিক্রনের লক্ষণ!

কোনও উপসর্গে আলাদা করা সম্ভব ওমিক্রনকে?

কোনও উপসর্গে আলাদা করা সম্ভব ওমিক্রনকে?

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন এখনও ডেল্টার মতো প্রাণঘাতী চরিত্র দেখায়নি! তবে ওমিক্রণ স্ট্রেন ডেল্টার চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক বলে চিহ্নিত হয়েছে৷ ডেল্টা যেখানে ফুসফুসকে মারাত্মকভাবে প্রভাবিত করে, সেখানে ওমিক্রনের ফুসফুসে সংক্রমণ ছড়ায় না। তার নিজস্ব উপসর্গ নিয়ে এসেছে। ন্যাশনাল ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন অনুসারে, জেডওই কোভিড স্টাডি অ্যাপের দেওয়া তথ্য অনুসারে ওমিক্রন সংক্রমণের দুটি নতুন লক্ষণ রয়েছে যা অন্যান্য সাধারণ লক্ষণগুলির থেকে আলাদাভাবে শরীরকে প্রভাবিত করে।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক কী বলছেন?

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক কী বলছেন?

কিংস কলেজ লন্ডনের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেক্টরের মতে, সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বড় সংখ্যায় মানুষ বমিভাব অনুভব করছে। একটি ইউটিউব ভিডিওতে, তিনি বলেছিলেন যে এই উপসর্গটি এমন লোকেদের মধ্যে আরও সাধারণ হয়ে উঠছে যাদের ডবল টিকা দেওয়া হয়েছে এবং বুস্টার ডোজও নেওয়া হয়েছে। এর সঙ্গেই পিঠের নীচেট অংশ ও কোমরে প্রচড ব্যথা অনুভব করছেন ওমিক্রনযুক্ত ব্যক্তিরা। রাতে ঘুমের মধ্যে ঘাম হওয়াও ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা৷

শীতের মরশুমে ভারতীয় রেল বাতিল করল ৭৪০টি ট্রেন, দেখে নিন তালিকাশীতের মরশুমে ভারতীয় রেল বাতিল করল ৭৪০টি ট্রেন, দেখে নিন তালিকা

এছাড়াও অন্য যে উপসর্গগুলি রয়েছে ওমিক্রনে!

এছাড়াও অন্য যে উপসর্গগুলি রয়েছে ওমিক্রনে!

গলা জ্বালা, সর্দি, হাঁচি, নীচের অংশে পেশীতে ব্যথা, ক্লান্তি, রাতের ঘাম হওয়া ইত্যাদিও ওমিক্রন সংক্রমণের লক্ষণ হতেপারে! অন্যান্য উপসর্গগুলি হল, কনজেশন, মস্তিষ্কের ভ্রম, ত্বকে ফুসকুড়ি (র‍্যাস) দেখা যায়। দেশের স্বনামধন্য চিকিৎসক ডাঃ হেমন্ত ঠাকার সংবাদমাধ্যমকে বলেছেন যে পিঠে ব্যথা, অল্প জ্বর, গলা জ্বালা ওমিক্রন রোগীদের মধ্যে দেখা ফ্লুর ক্লাসিক লক্ষণ। তিনি আরও জানিয়েছেন যে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরাও একই ধরনের উপসর্গ অনুভব করেন এবং অসুস্থ হওয়ার তৃতীয় বা চতুর্থ দিন থেকে সুস্থ হতে শুরু করেন৷

English summary
Most of the symptoms of Corona's new strain Omicron is same to common cold, but there is two special symptoms identified by experts which differentiate Omicron from Common Cold.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X