For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি হোক বা কংগ্রেস- দু'দলের নেতারা তাঁদের স্ত্রী-দের তুলনায় গরিব! সামনে এল চমকদার তথ্য

২৮ নভেম্বর মধ্য়প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট। তার আগে প্রার্থীদের মধ্য়ে এখন মনোনয়ন জমা করার তাড়া। এই মনোনয়ন জমায় সামনে এল বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।

Google Oneindia Bengali News

২৮ নভেম্বর মধ্য়প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট। তার আগে প্রার্থীদের মধ্য়ে এখন মনোনয়ন জমা করার তাড়া। এই মনোনয়ন জমায় সামনে এল বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। যাতে দেখা যাচ্ছে এই প্রার্থীদের স্ত্রী-রা আয়ের দিক থেকে স্বামীদের-কে পিছনে ফেলেছেন।

সবচেয়ে বড় কথা এই আয় বছরে বছরে যে বেড়েছে তার প্রমাণ এফি-ডেবিট। এই তালিকায় যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ বিজেপি-র একাধিক মন্ত্রী ও নেতার নাম রয়েছে, তেমনি কংগ্রেস প্রার্থীদের স্ত্রী-দের আয়ও চোখে কপালে তোলার মতোই।

শিবরাজ সিং চৌহান ও সাধনা সিং চৌহান

শিবরাজ সিং চৌহান ও সাধনা সিং চৌহান

নির্বাচন কমিশনে শিবরাজ সিং চৌহান যে এফি-ডেবিট জমা করেছেন তাতে বার্ষিক আয় ১,৯৭০,০০০ টাকা আয় দেখিয়েছেন। কিন্তু, দেখ যাচ্ছে এই এফি-ডেবিটে শিবরাজ সিং চৌহান স্ত্রী সাধনার বার্ষিক আয় ৩,৭৯৪,০০০ টাকা দেখিয়েছেন। যা শিবরাজ-এর আয়ের দ্বিগুণ। গত বিধানসভা নির্বাচনে শিবরাজ সিং চৌহান তাঁর বার্ষিক আয় ১,৭১২,০০০ টাকা দেখিয়েছিলেন। আর স্ত্রী সাধনার আয় ২,০৫০,০০০ টাকা বলে কমিশনকে লিখত আকারে জানিয়েছিলেন তিনি। সুতরাং, দেখা যাচ্ছে গত ৫ বছরে শিবরাজের আয় বছরে ২৫৮,০০০ টাকা বাড়লেও স্ত্রী সাধনার আয় ১,৭৪৪,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। মানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-এর স্ত্রী সাধনার আয় বেড়েছে প্রায় ১০০ শতাংশ।

রাজেন্দ্র শুক্লা ও সুনীতা শুক্লা

রাজেন্দ্র শুক্লা ও সুনীতা শুক্লা

মধ্যপ্রদেশের মন্ত্রী রাজেন্দ্র শুক্লা এবং তাঁর স্ত্রী সুনীতা শুক্লা-র আয়-এর হিসাবও অবাক করে দেবে। এফি-ডেবিট-এ রাজেন্দ্র শুক্লা জানিয়েছেন তাঁর বার্ষিক আয় ৬৬০,০০০ টাকা। আর তাঁর স্ত্রী সুনীতার বার্ষিক আয় ২,৬৬৬,০০০ টাকা। এখানেও দেখা যাচ্ছে মন্ত্রী রাজেন্দ্র-র থেকে তাঁর স্ত্রী সুনীতার আয় চার গুণ বেশি।

ভূপেন্দ্র সিং ও সরোজ সিং

ভূপেন্দ্র সিং ও সরোজ সিং

শিবরাজ সিং চৌহানের সরকারে মন্ত্রীত্ব থাকা আর এক নেতা ভূপেন্দ্র সিং যে এফ-ডেবিট জমা করেছেন তাতে দেখা যাচ্ছে তিনি বছরে ৯,৭০০,০০০ টাকা আয় করেন। আর তাঁর স্ত্রী সরোজ-এর বার্ষিক আয় ৪৫,০০০,০০০টাকা।

সঞ্জয় পাঠক ও নিধি পাঠক

সঞ্জয় পাঠক ও নিধি পাঠক

২০১৩ সালের বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সঞ্জয় পাঠক। এই বছর তিনি নির্বাচন কমিশনে যে এফি-ডেবিট দাখিল করেছেন তাতে তাঁর আয় ৮,৫০০,০০০ টাকা। সঞ্জয়-এর স্ত্রী নিধি-র আয় দেখানো হয়েছে ১৫,০০০,০০০ টাকা।

সুরেশ পাচৌরি ও ডক্টর সুপর্ণা শর্মা

সুরেশ পাচৌরি ও ডক্টর সুপর্ণা শর্মা

কংগ্রেসের হেভিওয়েট নেতা হিসাবেই মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে পরিচিত সুরেশ পাচোরী। কমিশনে দাখিল করা এফি-ডেবিটে সুরেশ তাঁর বার্ষিক ১,৯৯৯,০০০ টাকা বলে ঘোষণা করেছেন। তাঁর স্ত্রী ডক্টর সুপর্ণা শর্মার আয় দেখানো হয়েছে ২,২৬১,০০০ টাকা।

[আরও পড়ুন:রাজস্থান যুদ্ধ জয়ে দলের দুই 'তুরুপের তাস'-কে নামাচ্ছে বিজেপি ][আরও পড়ুন:রাজস্থান যুদ্ধ জয়ে দলের দুই 'তুরুপের তাস'-কে নামাচ্ছে বিজেপি ]

জিতু পাটওয়ারি ও রেণুকা পাটওয়ারি

জিতু পাটওয়ারি ও রেণুকা পাটওয়ারি

মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটওয়ারির আয় স্ত্রী রেণুকা পাটওয়ারির থেকে কম। জিতু পাটওয়ারি বছরে ১,৫৩১,০০০ টাকা আয় করেন। তাঁর স্ত্রী-র আয় ১,৭৫০,০০০ টাকা।

[আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী বদল! লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর সওয়ালে 'চাপে' মোদী-শাহ জুটি][আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী বদল! লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর সওয়ালে 'চাপে' মোদী-শাহ জুটি]

বালা বচ্চন ও প্রবীণা বচ্চন

বালা বচ্চন ও প্রবীণা বচ্চন

চারবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী বালা বচ্চনের বার্ষিক আয়ও তাঁর স্ত্রী-র থেকে কম। বালা বচ্চনের আয় যেখানে বছরে ৭২০,০০০ টাকা, সেখানে তাঁর স্ত্রী প্রবীণা বচ্চন-এর আয় ১,০৩২,০০০ টাকা।

[আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন][আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন]

English summary
Madhya Pradesh is going on poll on 28 November. Now politicians are declaring the earning and assets. An interesting fact has come out in this process.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X