For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ লোকসভার ফলাফল ঘোষণার পরই কেন্দ্রে এই পাঁচ অবস্থা সৃষ্টি হতে পারে, জানুন সবিস্তারে

লোকসভা নির্বাচন ২০১৯-এর ফলাফল জানার আর বেশি সময় বাকী নেই। আর একদিনের মধ্যেই সারা দেশ জেনে যাবে দিল্লির মসনদে কারা সরকার গড়তে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন ২০১৯-এর ফলাফল জানতে আর কিছু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই সারা দেশ জেনে যাবে দিল্লির মসনদে কারা সরকার গড়তে চলেছে। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ জোট নাকি ইউপিএ জোট, নাকি ফেডারেল ফ্রন্ট কেন্দ্রে শাসন ক্ষমতায় আসতে চলেছে। এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে কেন্দ্রে ফের একবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতা দখল করতে চলেছে। এর পাশাপাশি আরও কতগুলি সম্ভাবনা উঠে এসেছে। ফলাফল পরবর্তী কোন পাঁচটি অবস্থা কেন্দ্রে তৈরি হতে পারে একনজরে দেখে নেওয়া যাক।

প্রথম সম্ভাবনা

প্রথম সম্ভাবনা

কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় এল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এক্ষেত্রে ফের একবার এনডিএ কেন্দ্রে সরকার গড়বে। নেতৃত্বে থাকবে বিজেপি। এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এই অবস্থা হওয়ার সম্ভাবনাই এক্সিট পোলে উঠে এসেছে।

দ্বিতীয় সম্ভাবনা

দ্বিতীয় সম্ভাবনা

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থমকে গেল। সেক্ষেত্রে এনডির বাইরের দলগুলির সঙ্গে যোগাযোগ করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে নবীন পট্টনায়কের বিজু জনতা দল, জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস ও তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কে চন্দ্রশেখর রাওয়ের দল। খবর, ইতিমধ্যে এই দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দেওয়া হয়েছে। এবং ভোট পরবর্তী পরিস্থিতিতে এঁরা এনডিএ-তে যোগ দিতে পারে।

তৃতীয় সম্ভাবনা

তৃতীয় সম্ভাবনা

তৃতীয় যে সম্ভাবনার কথা উঠে এসেছে যা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম, তা হল বিজেপি সমস্ত দূরত্ব ও ভেদাভেদ ভুলে মায়াবতীকে এনডিএতে শামিল হওয়ার আহ্বান জানাল। অতীতে মায়াবতী বিজেপির সঙ্গ নিয়েছেন। এমন উদাহরণ রয়েছে। ১৯৯৫, ১৯৯৭ ও ২০০২ সালে মায়াবতী বিজেপির সমর্থনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। এবং বর্তমানে তিনি কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। এক্ষেত্রে মহাজোট উত্তরপ্রদেশে অসমর্থ হলে মায়াবতী বিজেপির ডাকে সাড়া দিয়ে এনডিএ জোটে যোগদান করতে পারেন। যদিও সেই সম্ভাবনা কতটা ফলপ্রসূ হবে তা ভোটের ফলাফলের উপর নির্ভর করছে।

চতুর্থ সম্ভাবনা

চতুর্থ সম্ভাবনা

বিজেপি ও এনডিএ জোট একসঙ্গে ২২৫টির কম আসন পেল। এবং কংগ্রেসের নেতৃত্বে মহাজোট তৈরি হয়ে কেন্দ্রে সরকার গঠিত হল। এক্ষেত্রে কংগ্রেসকে সমর্থন দিতে হবে অখিলেশ যাদব, মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদের। সেক্ষেত্রে কংগ্রেসকে অন্তত ১৫০টির বেশি আসন জিততে হবে। সেই সম্ভাবনা কতটা উজ্জ্বল হয় তা ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।

[আরও পড়ুন:মোদীকে হারাতে অভিনব 'পলিটিক্যাল লাইন'-এ ব্যাটিং অভিজ্ঞ শরদ পাওয়ারের ][আরও পড়ুন:মোদীকে হারাতে অভিনব 'পলিটিক্যাল লাইন'-এ ব্যাটিং অভিজ্ঞ শরদ পাওয়ারের ]

পঞ্চম সম্ভাবনা

পঞ্চম সম্ভাবনা

কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট অথবা কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট অনেক কম আসন পেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন ইউনাইটেড ইন্ডিয়া অনেক ভালো ফলাফল করল। সেক্ষেত্রে কেন্দ্রে বিজেপির সরকার গঠনের কোনও সম্ভাবনা থাকবে না। এবং কংগ্রেসকে বাধ্য হয়ে ইউনাইটেড ইন্ডিয়ার জোটকে সমর্থন করতে হবে। এবং সেখানে এক নতুন জোট সরকার তৈরি হবে।

[আরও পড়ুন:অযোধ্যার বুকে ৭টি গরুকে ধর্ষণ, নির্মম কাণ্ড ঘিরে তোলপাড় এলাকা ][আরও পড়ুন:অযোধ্যার বুকে ৭টি গরুকে ধর্ষণ, নির্মম কাণ্ড ঘিরে তোলপাড় এলাকা ]

English summary
These five post poll scenario can come up after Lok Sabha Elections Result 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X