For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ রাজ্যের ফল কী আভাস দেবে! আগামী লোকসভার ইঙ্গিত কি পরিষ্কার হতে চলেছে

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল থেকে একটি জিনিস পরিষ্কার হবে যে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কতটা জোরাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল থেকে একটি জিনিস পরিষ্কার হবে যে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কতটা জোরাল হয়েছে। পাশাপাশি এটাও পরিষ্কার হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা আগের মতোই রয়েছে নাকি তাতে ভাটা পড়েছে। যে রাজ্যগুলিতে ভোট হতে চলেছে তার মধ্যে তিনটিতে বিজেপি ক্ষমতায় রয়েছে। সেখানে বিজেপির সমর্থন কতটা বাড়ল বা কমল তা স্পষ্ট হয়ে যাবে ভোটের ফলাফলে।

পাঁচ রাজ্যের ফল

পাঁচ রাজ্যের ফল

মঙ্গলবার ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা ও মিজোরামের ভোটের ফল প্রকাশিত হবে। এর মধ্যে প্রথম তিনটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। বাকী দুটি রাজ্যে একটিতে টিআরএস ও অন্যটিকে কংগ্রেস ক্ষমতায় রয়েছে।

বিজেপি থমকেছে

বিজেপি থমকেছে

গতবছরের ডিসেম্বরে গুজরাত নির্বাচনের পরে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন ও উপনির্বাচন হয়েছে। এর মধ্যে ১৩টি আসনে লোকসভা উপনির্বাচনে বিজেপি ও তার জোটসঙ্গী মিলে মাত্র ৩টি জিতেছে। ২২টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৫টিতে। ফলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কেমন ফল করে তা বিজেপির চলার পথের দিকনির্দেশ করতে পারে।

ফের ট্রেন্ড ভাঙতে চলেছে!

ফের ট্রেন্ড ভাঙতে চলেছে!

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রায় তিন দশক ধরে কেন্দ্রে জোট সরকার চলেছে। বিজেপি সেই ট্রেন্ড ভেঙে ফেরে। আবার সেই ট্রেন্ড ফিরবে কিনা তা এই পাঁচ রাজ্যের ভোট থেকে আগাম আভাস পাওয়া যেতে পারে। উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি বিপুল আসন পেয়ে ক্ষমতায় এসেছে ২০১৭ সালের মার্চে। তবে তারপর থেকে বিজেপির খুব বেশি ভালো ফলাফল হয়নি।

অ্যাডভান্টেজ হতে পারে বিজেপিরও

অ্যাডভান্টেজ হতে পারে বিজেপিরও

লোকসভার আগেই এতগুলি বড় রাজ্যে ভোট হওয়ায় তা বিরোধীদের কাছে যেমন অ্যাডভান্টেজ, তেমনই বিজেপির কাছেও শাপে বর হতে পারে। বিজেপি ভুলগুলি শুধরে নেওয়ার সময় পেয়ে যাবে। এই নির্বাচনে কোথায় ভুল হয়েছে তা অনুধাবন করে লোকসভা নির্বাচচনের প্রস্তুতি নিতে পারবে।

সুযোগ রাহুল গান্ধীদের সামনে

সুযোগ রাহুল গান্ধীদের সামনে

রাহুল গান্ধীর ক্ষেত্রেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ। ২০১৭ সাল থেকে কেন্দ্রে মোদী সরকারকে আক্রমণের ক্ষেত্রে রাহুল নেতৃত্ব দিয়েছেন। বাছা বাছা আক্রমণে তিনিই এগিয়ে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এন চন্দ্রবাবু নাইড়ুরা মাঝে মাঝে এগিয়ে এলেও রাহুলই বিরোধী জোটের নেতৃত্বে থেকেছেন। এই পাঁচ রাজ্যের ভোট কতটা প্রভাব ফেলবে তার ওপরে লোকসভা নির্বাচনের অনেক কিছু নির্ভর করবে।

English summary
These 5 States result can show what is coming in Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X