For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য

সামনের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে দেশের নামে। এরপর আর কোনও নির্বাচনী হবে না। এমনটাই বললেন উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

সামনের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে দেশের নামে। এরপর আর কোনও নির্বাচনী হবে না। এমনটাই বললেন উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তাঁর দাবি, মোদী সুনামি দেশকে জাগিয়ে তুলেছে। তিনি মনে করেন এরপর ২০২৪ সালে কোনও নির্বাচনই হবে না। এটাই একমাত্র নির্বাচন যা ন্যায়পরায়ণতার মধ্যে দেশের নাম নিয়ে হচ্ছে। দলের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন তিনি।

এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য

সাক্ষী মহারাজ বরাবরই বিতর্কিত। তিনি বলেছেন, ২০১৪-তে মোদী ঢেউ ছিল। আর ২০১৯-এ তা সুনামিতে পরিণত হয়েছে। ফলে আবার প্রধানমন্ত্রী হওয়ার পথে কেউই বাধা তৈরি করতে পারবে না বলে মনে করেন তিনি। তিনি মনে করেন দলের ফল আগের বারের থেকে ভাল হবে।

[আরও পড়ুন:বিজেপি ছাড়লেন প্রাক্তন 'পতিদার' নেত্রী, লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড় ভাঙন][আরও পড়ুন:বিজেপি ছাড়লেন প্রাক্তন 'পতিদার' নেত্রী, লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড় ভাঙন]

একইসঙ্গে সাক্ষী মহারাজ বলেন, কিছু মানুষ সব ধরনের কাজ করছেন। একদিকে যেমন প্রিয়ঙ্কাকে আনা হচ্ছে অন্যদিকে জোট গড়ার কাজও হচ্ছে। মন্তব্য করেছেন তিনি কিন্তু তাঁদের নেতা মোদী। প্রত্যেকেই বলছেন, মোদী জন্যই দেশ রয়েছে। নির্বাচন সাক্ষী মহারাজ কিংবা অন্য কোনও দলের নামে হবে না। তা হবে দেশের নামে।

[আরও পড়ুন:তৃণমূল প্রার্থী নূসরত জাহানের আপত্তিকর ছবি, মন্তব্য পোস্টের অভিযোগ! গ্রেফতার বিজেপির ২][আরও পড়ুন:তৃণমূল প্রার্থী নূসরত জাহানের আপত্তিকর ছবি, মন্তব্য পোস্টের অভিযোগ! গ্রেফতার বিজেপির ২]

প্রসঙ্গত পূর্ব উত্তর প্রদেশের জন্য দলের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়ঙ্গা গান্ধী ভডরাকে। অন্যদিকে অখিলেশের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি ভোট পূর্ববর্তী জোট করেছে উত্তরপ্রদেশে।

[আরও পড়ুন: তৃণমূলে জোর ধাক্কা, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ 'ভিত গড়া' নেতার][আরও পড়ুন: তৃণমূলে জোর ধাক্কা, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ 'ভিত গড়া' নেতার]

English summary
There will be no elections after 'Modi tsunami' in 2019 said Sakshi Maharaj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X