For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরশু থেকে কি 'কেবল টিভি ব্ল্যাকআউট' হবে! কী বলছে ট্রাই

এদিন ট্রাই এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে টিভি স্ক্রিনে ব্ল্যাকআউট হয়ে যাবে, এমনটা একেবারেই সঠিক নয়।

  • |
Google Oneindia Bengali News

২৮ ডিসেম্বরের পরে কেবল টিভি দেখা শিকেয় উঠতে পারে এক লহমায়। বাংলায় ১ কোটি ২০ লক্ষের বেশি কেবল টিভি গ্রাহক রয়েছেন। সকলেই ২৮ ডিসেম্বর মাঝরাত থেকে কেবল চ্যানেলের নতুন নিয়ম না মানলে টিভি দেখতে পারবেন না বলে শোনা গিয়েছিল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।

২৯ ডিসেম্বর থেকে কি কেবল টিভি ব্ল্যাকআউট! কী বলছে ট্রাই

তবে এদিন টেলিভিশন রেগুলেটরি অথরিটি ইব ইন্ডিয়া বা ট্রাই এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংবাদমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যে বার্তা দেওয়া হয়েছে যে ২৯ ডিসেম্বর থেকে টিভি স্ক্রিনে ব্ল্যাকআউট হয়ে যাবে, তা একেবারেই সঠিক নয়। টিভি পরিষেবা নতুন নিয়ম চালুর ফলে কোনওভাবেই বিঘ্নিত হবে না।

এর ফলে কেবল গ্রাহকরা নিজেদের পছন্দমতো চ্যানেল সময়ে বেছে নিতে পারবেন। যে চ্যানেল দেখবেন, তারই শুধু টাকা দিতে হবে। তবে কবের মধ্যে সব গ্রাহককে কেবল টিভির নতুন নিয়ম মানতে হবে তা নতুন করে উল্লেখ করা হয়নি।

কেবল ও ডিটিএইচ ডিস্ট্রিবিউটরদের আশঙ্কা ছিল এর ফলে নতুন তথা অপেক্ষাকৃত কম জনপ্রিয় চ্যানেলগুলি রুগ্ন হয়ে পড়বে। ফলে সেই চ্যানেলগুলি উঠে গেলে ডিস্ট্রিবিউটরদের রাজস্বে টান পড়বে, সেই ভেবেই একটা বিরোধী মত তৈরি হয়েছিল। তবে আদালত ট্রাইয়ের সুপারিশ বহাল রাখার নির্দেশ দিয়েছে। ফলে আজ না হয় কাল চ্যানেল অনুযায়ী টাকা দেওয়ার ব্যবস্থাই চালু হবে।

তবে ট্রানজিশনের সময় কোনওরকম ব্ল্যাকআউট যাতে না হয়, সেটা খেয়াল রাখা হবে বলে ট্রাই এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে।

English summary
There will be no disruption of TV screens after Dec 29, clarifies TRAI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X