For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার উঠবে মহাতুফান - উড়ে যাবে জোট, প্রিয়াঙ্কা! লোকসভার দামাম বাজতেই হুঙ্কার যোগীর

লোকসভা ভোট কবে কোথায় - এতক্ষণে সবার জানা হয়ে গিয়েছে। আর তারপরেই লোকসভার আবহাওয়ার পূর্বাভাস দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট কবে কোথায় - এতক্ষণে সবার জানা হয়ে গিয়েছে। আর তারপরেই লোকসভার আবহাওয়ার পূর্বাভাস দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে এবার আর মোদী ঝড়-টড় নয়, উত্তর প্রদেশে নরেন্দ্র মোদীর নেতৃতে উঠবে মহাতুফান। আর তাতে ছিকে যাবে বিরোধী জোট, প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত ফ্যাক্টর।

তাঁর দাবি উত্তরপ্রদেশে এবার ৭৪টিরও বেশি আসনে জয় পাবে বিজেপি। আজমগড় ও আমেঠিতেও বিজেরপি-রই জয় হবে। যোগী আদিত্বনাথেরক দাবি উত্তরপ্রদেশের খান কতক উপনির্বাচনের ফলকে সামনে রেখে লোকসভা নির্বাচনকে মাপতে যাওয়াটা চরম ভুল হবে। মানুষ যে মোদীর সঙ্গেই রয়েছেন, এটা প্রমাণিত।

দেশের সেরা প্রধানমন্ত্রী

দেশের সেরা প্রধানমন্ত্রী

রবিবার নির্বাচনের দিন ঘোষণার পর তিনি জানান, নরেন্দ্রে মোদী যেভাবে বিজেপি এবং এনডিএ জোটকে বলিষ্ঠ নেতৃত্বের বন্ধনে বেঁধেছেন, তা নিয়ে কারও প্রশ্ল করা উচিত নয়। নরেন্দ্র মোদীই দেশের সেরা প্রধানমন্ত্রী এমন কথাও প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন তিনি।

বাইরেও প্রচারে

বাইরেও প্রচারে

তিনি আরও জানান, কেন্দ্রীয় নেতৃত্ব যদি চায় উত্তরপ্রদেশের বাইরেও তিনি প্রচারে নামবেন। এই নিয়ে তিনি দলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। গত বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহের পর যোগীকেই দলের প্রচারেপ তারকা মুখ হিসেবে বেছে নিয়েছিল বিজেপি। ফল বের হতে কিন্তু দেখা গিয়েছে তাঁর উগ্র হিন্দুত্ববাদী বক্তৃতায় আশানুরূপ ফল তো হয়ইনি, বরং তাঁর প্রচার করা প্রায় প্রত্যেকটি জায়গায় ভোট কমেছে। এরপর তাঁকে প্রচারে ব্যবহার করা নিয়ে দলের মধ্যেই বিরোধিতা উঠে এসেছে।

প্রিয়াঙ্কা কোনও ফ্যাক্টর না

প্রিয়াঙ্কা কোনও ফ্যাক্টর না

সেই সঙ্গে তাঁর দাবি প্রিয়াঙ্কা গান্ধী কোনওভাবেই উত্তরপ্রদেশের ভোটে ফ্যাক্টর হচ্ছেন না। যোগীর মতে, প্রিয়াঙ্কা সবয়ই কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং এরশ আগে বহুবার তিনি নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন। এবারে ফারাক একটাই, প্রিয়াঙ্কা এবার পদ নিয়ে প্রচারে নেমেছেন। এতে খুব একটা ফারাক গড়তে পারকবে না কংগ্রেস।

মোদীর শূন্য সহনশীলতা নীতি

মোদীর শূন্য সহনশীলতা নীতি

সরাসরি না হলেও, পুলওয়ামার প্রসঙ্গও টেনে আনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদ প্রতিরোধে যেভাব শূন্য সহনশীলতার নীতি নিয়েছেন মোদী তা দেশের মানুষকে আস্থা জুগিয়েছে। দেশবাসী মোদী কে ভরসা করেন। আর তাই তারা অকাতরে সমর্থন দিচ্ছেন এবং দেবে মোদীকে।

ফের দুর্নীতি-তির

ফের দুর্নীতি-তির

যোদীর মতে এবারের লোকসভা নির্বাচনে বিরোধীদের সমস্ত রসায়ন, জোট, এক ধাক্কায় উড়ে যাবে। পাঁচ বছর আগে উত্তরপ্রদেশ মোদী ম্যাজিকের যে ঢেউ দেখেছিল, এবারও তার অন্যথা হবে না। অখিলেশ যাদবরা যাই বলুন না কেন, উত্তর প্রদেশের মানুষ তাদের ভাল করে চেনে। তাদের দুর্নীতি এখন রাজ্যের মানুষের চর্চার বিষয়। নিজেদের শাসনকালে অখিলেশরা যে দুর্নীতি এই রাজ্যের মানুষকে উপহার দিয়েছিলেন তার উপলব্ধি সকলের রয়েছে। তাই গোরক্ষপুরে উপনির্বাচনে যাই ঘটুক না কেন, লোকভায় তার কোনও প্রভাব পড়বে না।

English summary
After the Loksabha election dates have been announced Yogi Adityanath said there will be a 'Maha Tufan' under Modi's leadership for BJP in Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X