For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরের শুরুতে একেবারে অন্যভাবে বর্ষবরণের রাত কাটাল বেঙ্গালুরু

বড় কোনও ঘটনা ঘটেনি বেঙ্গালুরুতে। তবে কাবেরী এম্পোরিয়াম জংশনে দুই মহিলার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। তার বাইরে বড় কোনও ঘটনা ঘটেনি।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে গতবছরে বর্ষবরণের রাতে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়িয়েছিল। আর এবছর সেজন্য চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা করা হয়েছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে।

বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে জনতার চেয়ে বেশি পুলিশ রাস্তায়

মধ্যরাতে বড় কোনও ঘটনা ঘটেনি বেঙ্গালুরুতে। তবে কাবেরী এম্পোরিয়াম জংশনে দুই মহিলার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। তার বাইরে বড় কোনও ঘটনা ঘটেনি।

ব্রিগেড রোডে রব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছিল। রেসিডেন্সি রোড জংশনকে এমার্জেন্সি করিডোর হিসাবে ব্যবহার করা হয়েছে। জনতার উপরে কড়া নজর ছিল পুলিশের। এক জায়গায় একসঙ্গে জটলা করতে দেওয়া হয়নি। অনিল কুম্বলে সার্কেল ও মায়ো হল জংশনে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সবমিলিয়ে মোট ১৫ হাজার পুলিশকর্মী মোতায়েন ছিল ব্রিগেড রোড, এমজি রোড এলাকায়। ছিল সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নিয়ে কড়া নজরদারি। রাস্তায় নামা রেশমি পি নামে একজন বলেন, মানুষের চেয়ে রাস্তায় পুলিশ বেশি ছিল। তবে নিরাপত্তা নিয়ে এবার সেভাবে কেউ প্রশ্ন তোলেননি। নিজের মতো করে রাস্তায় দাঁড়িয়ে বর্ষবরণ করেছেন।

English summary
‘There were more policemen than revellers’ in Bengaluru street to welcome 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X