For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের দেওয়া বাউন্সার খেললেন না প্রধানমন্ত্রী, মোদীর 'মূল্যহীন' ভাষণে বিরক্ত খার্গেরা

Google Oneindia Bengali News

কংগ্রেসের তোলা প্রস্বাত এবং প্রশ্নের কোনওটাই প্রতিফলিত হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যসভার ভাষণে। এদিন এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খার্গে। তিনি পাল্টা অভিযোগ করলেন, 'মোদী কি ভাবেন আমরা সবাই বোকা? মোদীর বক্তব্যের কোনও মূল্যই ছিল না।'

'সবাইকে কি উনি বোকা বলে মনে করেন?'

'সবাইকে কি উনি বোকা বলে মনে করেন?'

এদিন প্রধামন্ত্রীর ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে বলেন, 'রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে কোনও মূল্যই ছিল না। কংগ্পেসের সকল প্রস্তাবকে উপক্ষে করে গেলেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছিলাম যএ এই তিন কৃষি আইনে কী কী বদল আা যেতে পারে। তবে তাঁর মত, শিক্ষিত যুব সমাজ, কৃষক, বিজ্ঞানী, কেউই কিছুই জানেন না। আমাদের সবাইকে কি উনি বোকা বলে মনে করেন?'

'ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'

'ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'

এদিকে এদিন কৃষক বিক্ষোভ ইস্যুতে মুখ খুলেছিলেন মোদী। তিনি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাত্‍‌ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অন্য ব্যাখ্যা দিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নয়া এফডিআই-এর অর্থ, 'ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'। যার বাংলা করলে হয়, 'ধ্বংসাত্মক বিদেশি আদর্শ।' কৃষক বিক্ষোভের পাশে দাঁড়িয়ে সম্প্রতি আন্তর্জাতিক তারকারা যেভাবে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তারই প্রেক্ষিতে এই কথাটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে 'আন্তর্জাতিক হস্তক্ষেপ'

দেশের অভ্যন্তরীণ বিষয়ে 'আন্তর্জাতিক হস্তক্ষেপ'

কৃষক বিক্ষোভে সমবেদনা জানিয়ে সম্প্রতি সরব হয়েছেন রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফার মতো আন্তর্জাতিক তারকারা। তার পরই দেশের অভ্যন্তরীণ বিষয়ে 'আন্তর্জাতিক হস্তক্ষেপ'-এর বিরোধিতায় কড়া মনোভাব দেখায় কেন্দ্র। বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়।

কেন্দ্রের পক্ষে দাঁড়িয়ে সরব হন ভারতীয় তারকারা

কেন্দ্রের পক্ষে দাঁড়িয়ে সরব হন ভারতীয় তারকারা

অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতো দেশের বিশিষ্টরা এ ব্যাপারে কেন্দ্রের পক্ষে দাঁড়িয়ে সরব হন। যদিও এজন্য নেটিজেনদের একাংশের রোষের মুখেও পড়তে হয়েছে তারকাদের। এনিয়ে এতদিন সরাসরি মুখ খোলেননি প্রধানমন্ত্রী। তবে এ দিন রাজ্যসভায় তিনি অন্য আঙ্গিকে 'আন্তর্জাতিক হস্তক্ষেপ' থেকে সতর্ক থাকতে বললেন।

'নতুন একটা এফডিআই সামনে এসেছে'

'নতুন একটা এফডিআই সামনে এসেছে'

রাজ্যসভায় ধন্যবাদজ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'দেশ উন্নতি করছে এবং আমরা এফডিআই নিয়ে কথা বলছি। তবে দেখতে পাচ্ছি যে, নতুন একটা এফডিআই সামনে এসেছে। এই নয়া এফডিআই থেকে দেশকে রক্ষা করতে হবে আমাদের। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) প্রয়োজন, কিন্তু নয়া এফডিআই হল ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি (ধ্বংসাত্মক বিদেশি আদর্শ)। আমাদের নিজেদেরকে এর থেকে সুরক্ষিত রাখতে হবে।'

English summary
There was no substance in PM Modi’s speech in Rajya Sabha, alleged Congress MP Kharge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X