For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার সঙ্গে মুখ্যমন্ত্রীর কুর্সি ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি হয়নি, সাফ বক্তব্য ফড়নবিশের

ফড়নবিশ আজ সাংবাদিকদের বলেন, "শিবসেনাকে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের আগে যখন জোট গঠন হয় তখন এই সংক্রান্ত কোনও চুক্তি হয়নি।"

Google Oneindia Bengali News

নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত সপ্তাহে। তা সত্ত্বেও সরকার গঠনের ক্ষেত্রে কোনও অগ্রগতি নজরে আসেনি মহারাষ্ট্রে। এরই মাঝে ত্রিশঙ্কু থাকা হরিয়ানা বিধানসভার সপথগ্রহণও সম্পন্ন্ হয়েছে। তবে মহারাষ্ট্রে দুই শরিকের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে টনাপোড়নের মধ্যে ঝুলে রয়েছে সরকার গঠন প্রক্রিয়া। আর এরকমই পরিস্থিতিতে শিবসেনার ফিফটি ফিফটি সংক্রান্ত দাবিকে উড়িয়ে দিলেন মহারাষ্ট্রে বিজেপির মুখ দেবেন্দ্র ফড়নবিশ। এই প্রসঙ্গে ফড়নবিশ আজ সাংবাদিকদের বলেন, "শিবসেনাকে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের আগে যখন জোট গঠন হয় তখন এই সংক্রান্ত কোনও চুক্তি হয়নি।"

মুখমন্ত্রিত্ব নিয়ে ফড়নবিশের বক্তব্য

মুখমন্ত্রিত্ব নিয়ে ফড়নবিশের বক্তব্য

শিবসেনার দাবিকে উড়িয়ে দিয়ে ফড়নবিশ ইঙ্গিতে বুঝিয়েও দেন যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। এই নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিয়েছেন। পরিষদীয় দলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা।"

সেনা-বিজেপির চাপানউতরের মাঝেই ফড়নবিশের মন্তব্য

সেনা-বিজেপির চাপানউতরের মাঝেই ফড়নবিশের মন্তব্য

সেনা-বিজেপির চাপানউতরের মাঝে এতদিন চুপ ছিল বিজেপি। এমনকি মুখ খোলেননি অমিত শাহও। শুক্রবার সেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ফোন করে মহারাষ্ট্রে জোটের জয়ের জন্য শুভেচ্ছা জানান বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। তবে সরকার গঠনের বিষয়ে দীপাবলীর পর আলোচনা হবে বলে উদ্ধবকে জানান তিনি। তবে শিবসেনা জানিয়েছিল, তারা আশা করে ছিল যে অমিত শাহ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জোটের জট কাটাবেন। তবে আজ ফড়নবিশের বক্তব্যের পর শিবসেনার প্রতিক্রিয়া কী হতে চলেছে, সেটাই দেখার বিষয়।

ফিফটি-ফিফটি ফর্মুলা মানতে নারাজ বিজেপি

ফিফটি-ফিফটি ফর্মুলা মানতে নারাজ বিজেপি

জনসমক্ষে কিছু না বললেও ফলাফল প্রকাশের পর থেকেই ২০১৪ সালের ফর্মুলাতে সরকার গঠনের কথা হলছিল বিজেপি নেতা কর্মীরা। ২০১৪ সালে মন্ত্রিত্ব বন্টণের ক্ষেত্রে বিধায়কদের সংখ্যার অনুপাতের ফর্মুলা গ্রহণ করেছিল বিজেপি-সেনা জোট। প্রতিটি ১২ জন বিধায়কের জন্য একজন করে পূর্ণ মন্ত্রী ও ৬ জন বিধায়কের জন্য থাকবে একজন করে জুনিয়র মন্ত্রী। এই সমীকরণেই মন্ত্রিসভা গঠন করে পাঁচ বছর সরকার চালান দেবেন্দ্র ফড়নবিশ। এই বারও বিজেপি সেই ফর্মুলায় সরকার গঠনের কথা বলছে। এদিকে গতবারের তুলনায় ৭ ও ১৭টি আসন কম পেয়েছে। সেই হিসাবে গতবারের ১৮ জন মন্ত্রীর জায়গায় বিজেপির হওয়ার কথা ১৭ জন মন্ত্রী। অপর দিকে সেনার মন্ত্রী সংখ্যা একজন কমে দাঁড়াবে পাঁচ-এ।

শিবসেনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা

শিবসেনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা

বিজেপি এই কথা বললেও ফিফটি-ফিফটি ফর্মুলায় অনড় ছিল শিবসেনা। এই বিষয়ে শিবসেনা বিধায়ক প্রতাপ সারনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "লোকসভার আগে অমিত শাহজী আমাদের ফিফটি ফিফটি ফর্মুলার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। সেই মতে দুটো দলেরই আড়াই বছর করে সরকার চালানোর সমান অধিকার থাকা উচিৎ। শিবসেনার পক্ষ থেকেও আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকা উচিৎ। এই ক্ষেত্রে আমরা উদ্ধাবজীকে বিজেপির শীর্ষ নেতৃত্বের থেকে লিখিত ভাবে নিশ্চয়তা আদায়ের কথা বলেছি।" তবে সেনার এই যাবতীয় দাবি উড়িয়ে দিয়ে নিজেকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরলেন ফড়নবিশ।

English summary
There was no pact regarding fifty fifty formula with shiv sena said devendra fadnavis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X