For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়! ইউপিএকে শক্তিশালী করার বার্তা দিয়ে মমতাকে জবাব শিবসেনার

মুম্বই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফেরার দিন তিনেকের মধ্যেই ইউপিএ (UPA) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল শিবসেনা (Shiv Sena)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরের দেখা না হওয়া নিয়ে একটা প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফেরার দিন তিনেকের মধ্যেই ইউপিএ (UPA) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল শিবসেনা (Shiv Sena)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরের দেখা না হওয়া নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল আগেই। এদিন সামনায় (Samna) বলা হয়েছে, কংগ্রেস (Congress) ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়। পাশাপাশি ইউপিএকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

ইউপিএ কোথায়, প্রশ্ন করেছিলেন মমতা

ইউপিএ কোথায়, প্রশ্ন করেছিলেন মমতা

গত বুধবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছিলেন, দেশে ফ্যাসিজিম চলছে। , তার বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করতে হবে। পাশাপাশি তিনি বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে একা কেউ লড়াই করতে পারবে না, শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার কথা তিনি বলেছিলেন। সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, শরদজি কি ইউপিএ-র নেতৃত্ব দেবেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল কোথা ইউপিএ। এর কোনও অস্তিত্বই নেই।

সামনায় মমতার প্রশংসা

সামনায় মমতার প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায়েও পদক্ষেপ নিয়ে প্রশংসা করেও প্রশ্ন তোলা হয়েছে শিবসেনার মুখপাত্রা সামনায়। সেখানে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরে বিরোধী দলগুলির আন্দোলন গতি পেয়েছে। বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দাঁড় করানোর ব্যাপারে সবাই একমত হলেও, সেখানে কারা থাকবেন, তা নিয়ে বিরোধিতা রয়েছে। পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে পাশাপাশি বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বাঘের মতো লড়াই করেছিলেন এবং জিতেছিলেন। বাংলার মাটিতে তিনি যেভাবে বিজেপিকে পর্যুদস্ত করেছেন, তার জন্য অভিনন্দন প্রাপ্য।

কংগ্রেসকে বাদ দেওয়া মানেই ফ্যাসিবাদী শাসনকে গতি দেওয়া

কংগ্রেসকে বাদ দেওয়া মানেই ফ্যাসিবাদী শাসনকে গতি দেওয়া

সামনায় উল্লেখ করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখার অর্থ হল ফ্যাসিবাদী শাসনকে আরও উৎসাহিত করা। যা কোনওভাবেই হতে দেওয়া যায় না।

দরকার ইউপিকে শক্তিশালী করা

দরকার ইউপিকে শক্তিশালী করা

মুম্বইতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউপিএ কোথায়। প্রকাশিত খবর অনুযায়ী, এর জবাবে সামনায় লেখা হয়েছে, মোদীর দলের এনডিকে দরকার না হলেও, বিরোধীদের জন্যই ইউপিএকে শক্তিশালী করা প্রয়োজন। সামনায় আরও বলা হয়েছে, ইউপিএ-র পাশাপাশি আরেকটি জোট তৈরির অর্থ হল বিজেপিকে শক্তিশালী করা। পর্দার আড়ালে না বলে, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ কাদের পছন্দ নয়, তা খোলাখুলিভাবে বলা উচিত বলেও মন্তব্য করা হয়েছে সামনা। অন্যদিকে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও বিবৃতি দিয়ে বিষয়টি বলা উচিত বলেও মন্তব্য করা হয়েছে।

Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে চলেছে বাংলায়! ভারী বর্ষণের পূর্বাভাস উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায়Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে চলেছে বাংলায়! ভারী বর্ষণের পূর্বাভাস উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায়

English summary
As Mamata Banerjee said there is no UPA, Shivsena says There should be Congress and UPA needs to be strengthened.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X