For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরুদ্ধ মতামতকে সবসময় স্বাগত জানাই, কেরলে বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রত্যেকের মতামত শোনা উচিত। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কেরলে একটি বেসরকারি সংবাদ সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয় এমন কথাই জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যেকের মতামত শোনা উচিত। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কেরলে একটি বেসরকারি সংবাদ সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয় এমন কথাই জানিয়েছেন। কেরলে বিজেপির ততটা রমরমা নেই। মোদী বলেছেন, আমি এখানে এমন একটা ফোরামে এসেছি যেখানে আমার মতের সঙ্গে সংখ্যাধিক্যের মতের মিল নেই। তবে আপনাদের সংগঠিত সমালোচনা আমি গ্রহণ করি।

বিরুদ্ধ মতকে স্বাগত

এদিন অনুষ্ঠানে বিভিন্ন ভাবনার মানুষের মতামত প্রদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমি সকলের মত পছন্দ করি

মোদী বলেন, সাধারণত রাজনৈতিক নেতারা এমন ফোরামেই যেতে পছন্দ করেন যেখানে তাঁদের মতামতকেই সংখ্যাধিক্য মানুষ বিশ্বাস করবে। তাতে অনেক সুবিধা হয়। আমিও সেটা অবশ্যই পছন্দ করি। তবে একইসঙ্গে আমি বিশ্বাস করি বিরুদ্ধ মতের ওপরেও।

বদলাচ্ছে দেশ

মোদীর কথায়, দেশ এখন বদলাচ্ছে। নতুন নতুন অনুপ্রেরণা তৈরি হচ্ছে। বহু মানুষ নিজেদের অনেক ওপরে নিয়ে গিয়েছেন। ছোট গ্রাম, শহর থেকে বেরিয়ে অনেকে বিশ্বজয় করেছেন। ফলে শীর্ষে পৌঁছতে প্রয়োজন অধ্যবসায় ও অনুপ্রেরণা। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী।

<strong>[আরও পড়ুন: 'আমার স্বামী তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না গত ২২ দিন', কাশ্মীর নিয়ে সরব উর্মিলা]</strong>[আরও পড়ুন: 'আমার স্বামী তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না গত ২২ দিন', কাশ্মীর নিয়ে সরব উর্মিলা]

[আরও পড়ুন:আজ কলকাতা নগর দায়রা আদালতে খাগড়াগড় কাণ্ডের রায় ][আরও পড়ুন:আজ কলকাতা নগর দায়রা আদালতে খাগড়াগড় কাণ্ডের রায় ]

English summary
There must be enough civility in public life, says PM Modi in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X