For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির নিয়ে মহারাষ্ট্রে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, অভিযোগ রাজ ঠাকরের

লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাম মন্দির ইস্যুতে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাম মন্দির ইস্যুতে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মুম্বইয়ের ভিখরোলিতে এক সভায় এই মন্তব্য করেছেন তিনি।

রাম মন্দির নিয়ে মহারাষ্ট্রে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, অভিযোগ রাজ ঠাকরের

রাম মন্দির নিয়ে মানুষের আবেগের সঙ্গে খেলা হচ্ছে। ভগবান রাম ও হনুমানজীর জাত নিয়ে কথা বলার কথাটিও তুলেছেন তিনি। রাজ ঠাকরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও আক্রমণ করে বলেন, হিন্দু ভগবান হনুমানকে দলিত বলেছেন যোগী। বিজেপি নেতারা মানুষের মনে বিদ্বেষ তৈরি করতে চাইছেন।

বিজেপিকে আক্রমণ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেছেমন, হিন্দু ও মুসলমানকে বিভক্ত করে ভোটব্যাঙ্কের রাজনীতি হচ্ছে। মানুষের আবেগ নিয়ে খেলা চলছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটে লড়বেন না, সুষমার পর ঘোষণা আর এক কেন্দ্রীয় মন্ত্রীর ][আরও পড়ুন: লোকসভা ভোটে লড়বেন না, সুষমার পর ঘোষণা আর এক কেন্দ্রীয় মন্ত্রীর ]

রাম মন্দির নিয়ে কথা বলতে গিয়ে শুধু বিজেপিকে আক্রমণই নয়, এআইএমআইইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসিকেও আক্রমণ করেন রাজ। বলেন কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে ওয়েইসি দাঙ্গা বাঁধাতে চাইছেন।

[আরও পড়ুন:অসমে পঞ্চায়েত জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল, ফের ফিরহাদকেই নয়া দায়িত্ব মমতার][আরও পড়ুন:অসমে পঞ্চায়েত জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল, ফের ফিরহাদকেই নয়া দায়িত্ব মমতার]

ঘটনা হল, রাম মন্দিরের দাবিতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কয়েকদিন আগে অযোধ্যায় গিয়ে পুজো দিয়ে সভা করে আসেন। রাজ ঠাকরে কী এই ইস্যুতে প্রাসঙ্গিকতা পেতেই কেন্দ্রকে আক্রমণ করলেন, এখন সেই প্রশ্নই উঠছে।

[আরও পড়ুুন:লক্ষ্য লোকসভা নির্বাচন! 'সুপ্রিম' রায়ে বিপদ কমল না রাহুল-সনিয়ার][আরও পড়ুুন:লক্ষ্য লোকসভা নির্বাচন! 'সুপ্রিম' রায়ে বিপদ কমল না রাহুল-সনিয়ার]

English summary
There is a plan to instigate riots in Maharashtra over Ram Mandir Issue, alleges MNS chief Raj Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X