For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ নেই, কেন এমন বললেন বিচারক লোয়ার ছেলে

নিজের বাবার মৃত্যু নিয়ে আর কোনও বিতর্ক চান না স্পেশাল সিবিআই আদালতের প্রাক্তন বিচারক বিএইচ লোয়ার ছেলে অনুজ। বাবার মৃত্যু নিয়ে তাদের আর কোনও প্রশ্ন নেই। এমনটাই জানিয়েছেন অনুজ লোয়া।

  • |
Google Oneindia Bengali News

নিজের বাবার মৃত্যু নিয়ে আর কোনও বিতর্ক চান না স্পেশাল সিবিআই আদালতের প্রাক্তন বিচারক বিএইচ লোয়ার ছেলে অনুজ। বাবার মৃত্যু নিয়ে তাদের আর কোনও প্রশ্ন নেই। এমনটাই জানিয়েছেন অনুজ লোয়া।

বাবার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ নেই, কেন এমন বললেন বিচারক লোয়ার ছেলে

বাবার মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ১৭। এখন তিনি ২১। ২০১৪-র ডিসেম্বরে লোয়ার মৃত্যুর পরে মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেও, সেই মৃত্যুকে এখন স্বাভাবিকই বলছে পরিবার। বিষয়টিকে নিয়ে রাজনৈতিকমহলে যে টানাটানি শুরু হয়েছে, তাকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন অনুজ লোয়া। বিষয়টিকে একেবারে ব্যক্তিগত বলেও বর্ণনা করেছেন তিনি।

সোহরাবুদ্দিন শেখের ভুয়ো সংঘর্ষে হত্যা মামলার সিবিআই বিচারক ছিলেন ৪৮ বছরের বিএইচ লোয়া। এই মামলায় অভিযুক্ত ছিলেন, গুজরাতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিএইচ লোয়া। পরে মারাও যান চিনি।
সেই জন্যই এই মামলার বিচারক লোয়ার মৃত্যুর পরে সংশয় দেখা দেয়। এখনও সেই মৃত্যু নিয়ে চলছে নানা বিতর্ক। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, সেই মৃত্যু নিয়ে আর কোনও সংশয় নেই। ওই মৃত্যুকে প্রাকৃতিক মৃত্যু বলেই জানিয়েছে পরিবার।

সুপ্রিম কোর্টের চার বিচারপতি, তাদের কাছে মামলা বন্টন নিয়ে নানা অভিযোগ তুলেছিলেন। সেই সময় বিচারক লোয়ার মৃত্যু নিয়ে অভিযোগ ওঠে। কেননা বিচারক লোয়ার মৃত্যু নিয়ে তদন্তের দাবি করে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার বিচারের ভার কেন সিনিয়র বিচপতিদের দেওয়া হয়নি, তা নিয়ে প্রধান বিচারপতির কাছে প্রশ্ন তোলেন চার বিচারপতি।

বিচারক লোয়ার ছেলে অনুজ লোয়া জানিয়েছেন, বাবার হঠাৎ মৃত্যুতে সেই সময় তাঁদের মনেও প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন সেই মৃত্যু নিয়ে কোনও প্রশ্নই তাদের মধ্যে নেই। একইসঙ্গে তাঁর আবেদন রাজনীতিবিদ, আইনজীবী এবং এনজিওগুলির কাছে, যে তাঁর বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করুন।

কেন আগে মৃত্যু নিয়ে সন্দেহ থাকলেও, এখন তা নেই, এই প্রশ্নের উত্তরে অনুজ লোয়া বলেন, বাবার মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ১৭ বছর। সেইজন্য সেইসময় বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি তখন কিছুই বুধতে পারেননি। এমনটাই জানিয়েছেন অনুজ লোয়া।

লোয়া পরিবারের আইনজীবী অমৃত নায়েক জানিয়েছেন, এই মৃত্যুর পিছনে কোনও বিশ্বাসঘাতকতা নেই। বিষয়টি নিয়ে তারা কোনও রাজনৈতিক বিতর্কও চান না বলেই জানিয়েছেন লোয়া পরিবারের আইনজীবী।

English summary
There is no suspicion about his father death, says Justice Loya's son
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X