For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে কোথাও অক্সিজেনের ঘাটতি নেই, সঙ্কটকালীন অবস্থাতে দাঁড়িয়েও দাবি যোগীর

উত্তরপ্রদেশে কোথাও অক্সিজেনের ঘাটতি নেই, দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো ক্রমেই করোনার অন্যতম প্রধান ভরকেন্দ্র হয়ে উঠছে উত্তরপ্রদেশ। এমনকী মে মাসের মাঝামাঝি সময়ে সেখানে সংক্রমণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকী গত ২৪ ঘণ্টাতেও সে রাজ্যে ৩৫ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। হাসপাতালগুলিতে চরমে উঠেছে অক্সিজেন-শয্যার সঙ্কট। যা উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশের। কিন্তু এই সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়েও ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

রাজ্যে কোথাও অক্সিজেনের ঘাটতি নেই, সঙ্কটকালীন অবস্থাতে দাঁড়িয়েও দাবি যোগীর

রবিবার সাংবাদিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন যোগী। সেখানেই তিনি দাবি করেন রাজ্যে বিন্দুমাত্র অক্সিজেনের ঘাটতি নেই। সরকারি হাসপাতালের পাশাপাশি ঘাটতি নেই বেসরকারি হাসপাতালেও। এমনকী দেদার কালোবাজারির খবরে উদ্বেগ বাড়লেও করোনার ওষুধ রেমডেসিভিরের ঘাটতি নেই বলেও সাফ এদিন জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে অক্সিজেনের লাইভ ট্র্যাকিং শুরু করতে খুব শীঘ্রই আইআইটি খড়গপুর, আইআইএম লখনউ, আইআইটি বিএইচইউ-এর সঙ্গে অডিট টিম তৈরি করবেন বলেও জানান যোগী।

কোথাও নেই বেড, কোথাও বা অক্সিজেন শূন্য, করোনা বিধ্বস্ত যোগী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অবনতির দিকেকোথাও নেই বেড, কোথাও বা অক্সিজেন শূন্য, করোনা বিধ্বস্ত যোগী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অবনতির দিকে

অন্যদিকে অক্সিজেনের সুষম বণ্টনের বিষয়ে ওই অডিট টিম সমস্ত হাসপাতালে অক্সিজেনের চাহিদা, সরবরাহ এবং বণ্টন সংক্রান্ত গোটা বিষয়টির ওপর নজরদারি চালাবে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে গত বছরের থেকে এবারের করোনা পরিস্থিতি ৩০ গুণ বেশি খারাপ বলেও দাবি করেন যোগী। কিন্তু তারপরেও পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি বলেও মন করছেন তিনি। রাজ্যে অক্সিজেনের ঘাটতি মেটাতে হাসপাতালগুলিতে ৩১ টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির করার কাজ শুরু হয়েছে বলে জানা যোগী।

English summary
no shortage of oxygen anywhere in Uttar Pradesh, claims Chief Minister Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X