For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই, জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী

‌সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই, জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী

Google Oneindia Bengali News

সিএএ নিয়ে দিল্লির হিংসা চলাকালীনই বেফাঁস মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। বৃহস্পতিবার তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু সরকার চেষ্টা করছে মানুষকে বোঝানোর যাতে তারা এর বিরোধিতা না করে।

‌সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই, জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '‌সর্বোপরি, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের কেন ভারতে নাগরিকত্ব দেওয়া উচিত নয়?’‌ তিনি আরও বলেন, '‌সিএএ প্রত্যাহার করে নেওয়ার কোনও প্রশ্নই নেই।’‌ বৃহস্পতিবার আয়কর আপিল ট্রাইব্যুনালের সার্কিট বেঞ্চের উদ্বোধনী ভাষণে প্রসাদ এই মন্তব্য করেন। তিনি জানান যে সরকার চেষ্টা করছে মানুষকে বোঝানোর যাতে তারা সিএএ নিয়ে বিক্ষোভ–আন্দোলন না দেখায়। তবে এটা কেবল তাদের জন্য যারা ঘুমিয়ে আছেন এবং জাগ্রত হতে পারেন। কিন্তু যারা ঘুমিয়ে থাকার ভান করছেন তারা বিষয়টি কোনওদিনই বুঝবেন না। রবি শঙ্কর প্রসাদ জানান সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ভারতীয় নীতিবাদের মূল কেন্দ্র।

প্রসঙ্গত সোমবার থেকে উত্তর–পূর্ব দিল্লির বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। গোটা রাজধানী থম মেরে রয়েছে এই ঘটনায়। বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছে ২০০ জনেরও বেশি। এলাকায় কড়া পুলিশি প্রহরা চলছে, মোতায়েন করা হয়েছে আধা–সেনা বাহিনী।

২ হাজারের নোট কি উঠে যাচ্ছে? কী বললেন অর্থমন্ত্রী সীতারমন২ হাজারের নোট কি উঠে যাচ্ছে? কী বললেন অর্থমন্ত্রী সীতারমন

English summary
Prasad said the government will try to convince those opposing the CAA but added only those who are asleep can be awakened and not those who pretend to be asleep
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X