For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনে শত্রুঘন সিনহা, যশবন্ত সিনহা এবং প্রবীন তোগাড়িয়াও!

মধ্য প্রদেশের সরকারি কর্তারা রবিবার দাবি করেছেন, সবজি বাজারে কৃষকদের প্রতিবাদের কোন প্রভাব নেই, যদিও কৃষকরা ভিন্ন চিত্রই দেখাচ্ছেন।

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কৃষকদের আন্দোলনে যোগ দিচ্ছেন বিজেপি সাংসদ শত্রুঘন সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং প্রাক্তন ভিএইচপি নেতা প্রবীন তোগাড়িয়াও। আগামী ৮ জুন মান্দসৌরে 'ধিক্কার দিবস' কৃষকদের ধিক্কার দিবস কর্মসুচীতে অংশ নেবেন তাঁরা। ৬ জুন মান্দসৌরে আসছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও। কৃষক হত্যার দিনটিকে স্মরণ করতে সেখানে তিনির সমাবেশ করবেন।

কৃষক আন্দোলনের প্রভাব নিয়ে দাবি-পাল্টা দাবি মধ্যপ্রদেশ

গত শুক্রবার থেকে কৃষি পন্যের লাভজনক দাম ও কৃষি ঋণ মকুবের দাবিতে ৮টি রাজ্যে ১০ দিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসুচী নিয়েছেন কৃষকরা। এই আন্দোলনের কেন্দ্রে মধ্যপ্রদেশ রাজ্য। গত বছর ৬ জুন মধ্যপ্রদেশের মান্দসৌরেই আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ গুলি চালানোয় মৃত্যু হয়েছিল ৬ কৃষকের। সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। গত বছরের সেই আন্দোলনকে মাথায় রেখে মধ্যপ্রদেশে কৃষকরা 'গাঁও বনধ' পালন করছেন। কৃষকরা কৃষিজাত পন্য নিয়ে বাজারে আসছেন না বিক্রি করতে।

রাষ্ট্রীয় কিষাণ মজদুর মহাসঙ্ঘের সভাপতি শিবকুমার শর্মার অভিযোগ জোর খাটিয়ে 'গাঁও ব নধ' আন্দোলন ভাঙার চেষ্টা করছে পুলিশ তথা রাজ্য সরকার। তিনি বলেন, 'গাঁও বনধ আন্দোলন চলছে, কৃষকরা কেউ গ্রামের বাইরে আসছেন না। তবে পুলিশ কৃষকদের যেন তেন প্রকারে গ্রামের বাইরে বার করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জাল ভিডিও ছড়ানো হচ্ছে। যেখানে দেখানো হচ্ছে কৃষকরা আন্দোলনে অংশ নিচ্ছেন না।'

একদিন আগেই মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালাকৃষ্ণ পতিদার দাবি করেছিলেন, '‌আজ জুনের ২ তারিখ। কোথায় ধর্মঘট হচ্ছে?‌ কোনও কৃষক ধর্মঘটে অংশ নিচ্ছেন না। কারণ তাঁরা মুখ্যমন্ত্রীর দেওয়া প্রকল্পগুলি নিয়ে অত্যন্ত খুশি । তাঁরা বিশ্বাস করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যা সমাধান করবে।'‌ শিবকুমার শর্মার দাবি সবজির জোগানে ঘাটতি পড়ায় শহুরে এলাকায় সবজির দাম বাড়ছে।

একথা মানতে নারাজ মান্দসৌরের কৃযক মাণ্ডির ইন্সপেক্টর সমীর দাস। তাঁর পাল্টা দাবি, সবজির জোগান স্বাভাবিকই আছে। একই সুর শোনা গিয়েছে ভোপাল কৃষি উপাজ মান্ডির সেক্রেটারি বিনয় প্রকাশ পাতেরিয়ার গলাতেও। তিনি জানান, রবিবার ছুটির দিনে মান্ডি বন্ধ থাকে। তাও স্থানীয় কৃষি বাজারে ২৫০০ কুইন্টল শাকসব্জি এসেছে। চলমান আন্দোলনের কোনও প্রভাব পড়েনি।

English summary
Madhya Pradesh officials claimed on Sunday that there is no impact of farmers protest in the vegetable market, though farmers portray a different picture.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X