For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোনও ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য নেই', রামলীলা থেকে আশ্বাসবাণী মোদীর

রামলীলা ময়দানে এদিন ফের একবার স্বমহিমায় নিজের বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

রামলীলা ময়দানে এদিন ফের একবার স্বমহিমায় নিজের বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী। এদিন রামলীলা ময়দান থেকে ফের একবার নাগরকত্ব ইস্যুতে দেশবাসীর প্রতি অভয় দান করে নরেন্দ্র মোদী বলেন, নাগরিকত্ব আইন কোনও ভারতীয় নাগরিকের জন্য তৈরিই হয়নি। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে মোদী বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন।

নাগরিকত্ব ও মোদীর বার্তা

নাগরিকত্ব ও মোদীর বার্তা

এদিন মোদী বলেন, নাগরিকত্ব আইন দেশে কংগ্রেসের সময় তৈরি হয়েছিল। তিনি বলেন, 'তখন কি ঘুমিয়ে ছিলেন?'তিনি বলেন,'১৩০ কোটি দেশবাসীকে বলতে চাই, আমার সরকার আসবার পর কোথাও এনআরসি শব্দ নিয়ে কোনও কথা হয়নি। শুধু সুপ্রিম কোর্ট বলা হয়েছিল বলে করা হয়েছে।'

ঘরের অধিকার দেওয়া হচ্ছে ভেদাভেদ না দেখে , আর বলা হচ্ছে

ঘরের অধিকার দেওয়া হচ্ছে ভেদাভেদ না দেখে , আর বলা হচ্ছে

এদিন রামলীলা ময়দানে নরেন্দ্র মোদী বলেন, যখন ভেদাভেদ না করে দেশে গরীবদের বাড়ি দেওয়া হচ্ছে, তখন কি আলাদা আইনে আপনাদের দেশ থেকে সরিয়ে দেওয়া হবে? কেন এমন গুজবে সকলে কান দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন মোদী। তিনি বলেন এই সমস্তই 'শিশু সুলভ মন্তব্য'।

আরবান নক্সাল প্রসঙ্গ

আরবান নক্সাল প্রসঙ্গ

মোদী বলেন, 'শহরে বসবাসকারী কয়েকজন শিক্ষিত আরবান নক্সাল এমন একটি মিথ্যা প্রচার করছে যে সমসস্ত মুসলিমকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হবে, আমি অবাক যে এমন গুজবে শিক্ষিতরাও প্রশ্ন করছেন যে ডিটেনশন সেন্টার কাকে বলে!' তিনি জানান, এই বক্তব্য এক তরফা।

একাধিক গুজব খন্ডন মোদীর

একাধিক গুজব খন্ডন মোদীর

এদিন একের পর এক গুজব খন্ডন করেন মোদী, তিনি বলেন একটি সংবাদমাধ্যমের ফুটেজে তিনি দেখেন যে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে 'ডিটেনশন সেন্টার কোথায় তৈরি হয়েছে?' মোদী বলেন এর উত্তরে, ওই ভিডিও ফুটেজের উত্তরদাতা বলেন,'আমি শুনেছি বলে বলছি।'মোদীর দাবি এতে উত্তর দিতে পারেননি ওই উত্তরদাতা।

ডিটেনশন ক্যাম্প নিয়ে মোদীর বার্তা

ডিটেনশন ক্যাম্প নিয়ে মোদীর বার্তা

মোদী বলেন, ডিটেনশন সেন্টার নিয়ে যে সমস্ত গুজব রটছে তাতে কংগ্রেস ও তার সঙ্গী রাজনৈতিক দলগুলির মজদত রয়েছে বলে জানান মোদী। মোদী বলেন, ডিটেনশন সেন্টার নিয়ে সমস্ত গুজব মিথ্যা।

 ' ভারতের মাটি'তে জন্মানো মুসলমানদের প্রতি মোদীর বার্তা

' ভারতের মাটি'তে জন্মানো মুসলমানদের প্রতি মোদীর বার্তা

এদিন নিজের অবস্থান স্পষ্ট করে মোদী বলেন, ভারতের মাটিতে যে সমস্ত মুসলমানরা জন্মেছেন তাঁদের ওপর এআরসি ও নাগরিকত্ব আইন লাগু হবে না। তিনি বলেন, 'দেশের মুসলমানদের কোনও ডিটেনশন সেন্টারেও পাঠানো হবে না, না ভারতে কোনও ডিটেনশন সেন্টার আছে।'মোদী বলেন, 'সাদা মিথ্যে ' রটানো হচ্ছে। তিনি বলেন,'মিথ্যে রটানোর আগে গরীবের ওপর দয়া করা হোক।'

'দিদি তো কলকাতা থেকে সোজা রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন!', মমতাকে খোঁচা মোদীর'দিদি তো কলকাতা থেকে সোজা রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন!', মমতাকে খোঁচা মোদীর

'আমার কুশপুত্তলিকা জ্বালিয়ে দিন,দেশের সম্পত্তি জ্বালাবেন না ',মোদীর গর্জন দিল্লির রামলীলা ময়দান থেকে'আমার কুশপুত্তলিকা জ্বালিয়ে দিন,দেশের সম্পত্তি জ্বালাবেন না ',মোদীর গর্জন দিল্লির রামলীলা ময়দান থেকে

English summary
There is no detention centre in India for Muslims Modi talks about NRC and CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X