For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৩০০০ মহিলার মাঝে দাঁড়িয়ে এরকম প্রশ্ন সামলোর সাহস কেন নেই মোদীর!' তোপ দেগে আর যা বললেন রাহুল

চেন্নাইয়ে স্টেলা ম্যারিস কলেজে এদিন পড়ুয়াদের সঙ্গে কথোপোকথনের মধ্যে পাওয়া যায় রাহুল গান্ধীকে। লোকসভা ভোটের আগে এদিন কংগ্রসে সভাপতি ফের একবার বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগে একাধিক বক্তব্য

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ে স্টেলা ম্যারিস কলেজে এদিন পড়ুয়াদের সঙ্গে কথোপোকথনের মধ্যে পাওয়া যায় রাহুল গান্ধীকে। লোকসভা ভোটের আগে এদিন কংগ্রসে সভাপতি ফের একবার বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগে একাধিক বক্তব্য রাখেন। মহিলা সংরক্ষণ থেকে আদর্শগত বিভাজন ও জিএসটি সহ একাধিক ইস্যুতে এদিন মোদীকে একবার নেন রাহুল।

মহিলা সংরক্ষণ

এদিন রাহুল গান্ধী দাবি করেন , কংগ্রেস যদি সরকারে আসে, তাহলে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হবে। যার ফলে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে মহিলাদের। তাঁর দাবি দেশের বিভিন্ন কাজে মহিলাদের আরও বেশি এগিয়ে আসা উচিত। নেতৃত্বের জন্য আরও বেশি মহিলাদের এগিয়ে আসা উচিত।

মহিলা উন্নয়ন ইস্যুতে মোদীকে তোপ

এদিন , প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী সবমেত পড়ুয়াদের প্রশ্ন ছু়ড়ে বলেন,'প্রধানমন্ত্রীর কেন সাহস নেই ৩০০০ মহিলার মাঝে দাঁড়িয়ে প্রশ্ন সামলানোর? ..' পাশাপাশি তাঁর দাবি, উচ্চশিক্ষা নিয়ে মোদীর নীতি সম্পর্কে কেউ কী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবার সুযোগ পেয়েছিলেন?

আদর্শগত ফারাক

এদিনের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, জোর করে দেশের মানুষের ওপর একটি আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রীর মহিলা, ভিন্ন ভাষা , ভিন্ন সংস্কৃতি নিয়ে একটি বিশেষ ধরনের মানসিকতা রয়েছে।

কাশ্মীর প্রসঙ্গ

এদিন কাশ্মীর ইস্যুতেও মোদীকে একহাত নেন রাহুল। তাঁর দাবি, মোদীর ভুল নীতির জন্যি কাশ্মীরের পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ। এছাড়াও, তাঁর দাবি জিএসটি ইস্যুতে জটিলতা কমাবার প্রয়োদজন। কংগ্রেস সরকার এলে জিএসটি ইস্যুতে সংস্কার আসবে। রবার্ট বঢ়রা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কোমও অভিযোগ থাকলে তার তদন্ত হোক।

English summary
There is an ideological battle going in India says Rahul Gandhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X