For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় রেলেও এবার কোয়ারেন্টাইন কোচ, থাকবে প্রায় ৩ লক্ষ শয্যাও

করোনা মোকাবিলায় রেলেও এবার কোয়ারেন্টাইন কোচ, থাকবে প্রায় ৩ লক্ষ শয্যাও

  • |
Google Oneindia Bengali News

আগেই ঘোষাণা হয়েছিল এবার সম্পূর্ণ চিত্রটাও পরিষ্কার হল। সূত্রের খবর, দেশে করোনা মোকাবিলায় এবার প্রায় ৩ লক্ষ শয্যা সহ কোয়ারেন্টাইন কোচ আনতে চলেছে ভারতীয় রেল।

ভারতীয় রেলে আইসোলেশন ওয়ার্ড

ভারতীয় রেলে আইসোলেশন ওয়ার্ড

বিশ্বের সঙ্গে সঙ্গে এবার ভারতেও তাল মিলিয়ে বাড়ছে করোনো আক্রান্তের সংখ্যা। সেই তুলনায় অভাব দেখা দিতে পারে বেডের। করোনা আতঙ্কে তাই রেলের মধ্যেই এবার কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে ফেলল ভরাতীয় রেল। সূত্রের খবর, প্রায় কুড়ি হাজার ট্রেনের কামরাকে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড বানিয়েছে ভারতীয় রেল।

থাকছে ৩.২ লক্ষ বেড

থাকছে ৩.২ লক্ষ বেড

এর আগে কামাখ্যায় প্রথম এই কামড়া গুলির দেখা মেলে। ঝকঝকে রেলের কামড়াতেই এখানে তৈর করা হয়েছে কোয়রান্টিন। যেখানে অক্সিজেনের সুবিধার পাশাপাশি ছিল হৃদকম্পনের তারতম্য বোঝার যন্ত্রপাতিও। মঙ্গলবার এই বিষয়ে আরও বিশদে জানায় ভারতীয় রেল। এই ট্রেন গুলিতে কোয়ারেন্টাইনের জন্য থাকছে প্রায় ৩.২ লক্ষ বেড ছাড়াও চিকিত্সার আনুষাঙ্গিক যন্ত্রপাতিও।

উদ্যোগে সামিল দক্ষিণ-মধ্য ও সেন্ট্রাল রেলওয়েও

উদ্যোগে সামিল দক্ষিণ-মধ্য ও সেন্ট্রাল রেলওয়েও

দেশের মোট ১৬টি জোনে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। কাজ চলছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদেও। সেখানে দক্ষিণ-মধ্য রেলওয়ের সদর দফতরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ৪৮৬ কোচ। যেখানে হবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা। অন্যদিকে সেন্ট্রাল রেলওয়ের ৪৮২ কোচকেও কোয়ারেন্টাইনের যোগ্য করে তোলার কাজ চলছে বলে জানা যাচ্ছে।

English summary
There is also 3 lakh Quarantine bed available on the passenger train to combat Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X