For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর শপথের পর 'মাথা ব্যথা' এবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ! 'অন্য হিসেবে' আসবে জয়, দাবি বিজেপির

শুক্রবার সন্ধেয় কর্নাটকের ২৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা। শপথ নেওয়ার পর ক্যাবিনেট সম্প্রসারণ মাথা ব্যাথার একটি কারণ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সন্ধেয় কর্নাটকের ২৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএস ইয়েদুরাপ্পা। শপথ নেওয়ার পর ক্যাবিনেট সম্প্রসারণ মাথা ব্যাথার একটি কারণ। পরবর্তী সময়ে বিধানসভায় আস্থা ভোট নেওয়াও অন্যতম শক্ত কাজ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সন্ধেয় শপথ ইয়েদুরাপ্পার

সন্ধেয় শপথ ইয়েদুরাপ্পার

বিধায়কদের একাংশ ইস্তফা দেওয়ায় বিধানসভায় বিধায়কদের মোট সংখ্যাও কমে গিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধেয় ৩ বিধায়ককে অযোগ্য বলে ঘোষণা করেন। এরই মধ্যে শুক্রবার সন্ধেয় শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা।

 ম্যাজিক ফিগার নিয়ে ধন্ধ

ম্যাজিক ফিগার নিয়ে ধন্ধ

এই অযোগ্য ঘোষণার পরে বিধানসভায় বিধায়কের সংখ্যা ২২২। ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে ১১২ জন বিধায়কের সমর্থন লাগবে। কিন্তু বিজেপি হাতে রয়েছে ১০৫ জন বিধায়ক। এক নির্দল বিধায়ককে ধরলে ১০৬। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যায় ৬এ-র ফারাক থেকে যায়।

বিজেপির অন্য হিসেব

বিজেপির অন্য হিসেব

বিজেপির হিসেব অবশ্য অন্য। বিধায়কের পদত্যাগের জেরে বিধানসভায় বিধায়ক সংখ্যা ২০৮। অযোগ্য ঘোষণা এবং বিদ্রোহী বিধায়করা যদি বিধানসভায় অনুপস্থিত থাকেন, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়া. ২০৫-এ। যার অর্থ ম্যাজিক ফিগার ১০৩। কিন্তু বিজেপির রয়েছে ১০৫ জন। সঙ্গে রয়েছেন আরও এক নির্দল সদস্য।

English summary
There is a question of House strength in Karnataka Assembly. The house strength has reduded in the wake of theresignation s by the rebel MLAs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X