For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোরাটোরিয়ামের মেয়াদ বৃদ্ধি সম্ভব নয়! স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

Google Oneindia Bengali News

ঋণের মোরাটোরিয়ামের মেয়াদ বৃদ্ধি সম্ভব নয়। এদিন স্পষ্ট ভাবে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। পাশাপাশি এদিন সুপ্রিমকোর্ট আরও জানায়, সুদের উপর কোনও সুদ লাগবে না। তবে সুদ পুরোপুরি মুকুব করা সম্ভব নয়। এদিন বিচারপতি অশোক ভূষণ, এমআর শাহ এবং সুভাষ রেড্ডির বেঞ্চ এই রায় দেয়।

মহামারী পরিস্থিতিতে নেওয়া একটি পদক্ষেপ

মহামারী পরিস্থিতিতে নেওয়া একটি পদক্ষেপ

৩১ অগাস্টের পর লোন মোরাটোরিয়ামের সময়সীমা বাড়ানো আর সম্ভব নয়৷ আজ স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি জানিয়ে দেয় লোনের কিস্তির উপর কোনও চার্জ লাগবে না৷ দেশের শীর্ষ আদালত আজ জানিয়েছে, ঋণের মোরাটোরিয়ামের মেয়াদ বৃদ্ধির বিষয়টি মহামারির সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত৷ কিন্তু বর্তমান সময়ে এই মেয়াদ বৃদ্ধি আর সম্ভব নয়৷ এপ্রসঙ্গে আদালত বলেছে, লোন মোরাটোরিয়ামের সময়কালে কোনও ঋণগ্রাহীতার কাছ থেকে চক্র বৃদ্ধিহারে কোনও সুদ নেওয়া যাবে না৷ যদি ইতিমধ্য়ে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দিতে বল হবে৷

মোরাটোরিয়াম ঘোষণা করেছিল মোদী সরকারে

মোরাটোরিয়াম ঘোষণা করেছিল মোদী সরকারে

এবিষয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলে, দেশের সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সরকারের৷ করোনা মহামারীর কারণে সরকারও চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ লোন মোরাটরিয়ামের বিষয়ে রিজার্ভ ব্য়াঙ্ক চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে৷

গত বছরের ২৭ মার্চ লোন মোরাটোরিয়ামের বিষয়টি কার্যকর হয়

গত বছরের ২৭ মার্চ লোন মোরাটোরিয়ামের বিষয়টি কার্যকর হয়

গত বছরের ২৭ মার্চ লোন মোরাটোরিয়ামের বিষয়টি কার্যকর করে৷ করোনা সঙ্কটের সময়ে কেউ ইএম আই পরিশোধ না করতে পারলে তাঁকে ডিফল্টে ফেলা হয়নি, তবে ব্য়াঙ্কগুলি চার্জ কাটছিল৷ এরপর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় আর বি আই৷ সেখানে বলা হয় স্থগিতাদেশের সময় বেশি বাড়ানো হলে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে৷ তারপরেই আজ মোরাটরিয়াম নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট৷

English summary
There cannot be any further extension of the moratorium, said Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X