For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একইসঙ্গে দুই ঘূর্ণিঝড়ের ঝাপ্টা! নভেম্বরের শুরুতেই উত্তাল হতে পারে সমুদ্র উপকূল

সুপার সাইক্লোন কিয়ার এখনও মিলিয়ে যায়নি। সেই পরিস্থিতিতেই আরও দুই ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। কিয়ার এগোচ্ছে ওমান-ইয়েমেন উপকূলের দিকে।

  • |
Google Oneindia Bengali News

সুপার সাইক্লোন কিয়ার এখনও মিলিয়ে যায়নি। সেই পরিস্থিতিতেই আরও দুই ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। কিয়ার এগোচ্ছে ওমান-ইয়েমেন উপকূলের দিকে। সেই পরিস্থিতিতে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা থেকে দূরে অপর একটি নিম্নচাপ শক্তিশালী হচ্ছে। যা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আরব সাগরের দিকে। অপর একটি ঘূর্ণিঝড় সক্রিয় হতে পারে দিন তিনেকের মধ্যে।

অবস্থান করতে পারে ২ টি ঘূর্ণিঝড়

অবস্থান করতে পারে ২ টি ঘূর্ণিঝড়

অপর একটি নিম্নচাপ সাইক্লোনের রূপ নিতে পারে দিন তিনেকের মধ্যেই। আর কিয়ারের মিলিয়ে যেতে সময় লাগবে ২ নভেম্বর পর্যন্ত। ফলে তার পরবর্তী সময়ে আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করতে পারে।

সাধারণত দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে থাকে না

সাধারণত দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে থাকে না

বেসরকারি একটি আবহাওয়া সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, মনে হচ্ছে একই সময়ে দুটি সাইক্লোনকে দেখা যাবে। কিন্তু সাধারণভাবে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় কাছাকাছি এলাকায় তৈরি হয় না। কেননা তা হলে একে অপরের থেকে শক্তি সঞ্চয় করে থাকে। এরপরেও যদি তারা গঠিত হয়, তাদের আর একসঙ্গে থাকার সম্ভাবনা থাকে না।

 ফের বৃষ্টি কেরল, তামিলনাড়ু উপকূলে

ফের বৃষ্টি কেরল, তামিলনাড়ু উপকূলে

আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে যাচ্ছে, তা দক্ষিণ ভারতের খুব কাছেই কোমোরিন এলাকায়। মঙ্গলবার বিকেলের মধ্যেই সেটি নিম্নচাপের রূপ নেবে বলে মনে করা হচ্ছে। আর এই নিম্নচাপ কেরল এবং দক্ষিণ তামিলনাড়ুতে আরও তিনদিনের জন্য বৃষ্টি এনে দেবে।

৫৪ শতাংশ বেশি বৃষ্টি কেরলে

৫৪ শতাংশ বেশি বৃষ্টি কেরলে

এবছরের পয়লা অক্টোবর পর্যন্ত কেরলে ইতিমধ্যেই ৫৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এমনই তথ্য দিচ্ছে আবহাওয়া দফতর।

 ১৯৯৯-তে ভারতে প্রথম সুপার সাইক্লোনের হানা

১৯৯৯-তে ভারতে প্রথম সুপার সাইক্লোনের হানা

সুপার সাইক্লোন শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৯৮ সাল নাগাদ। আর এর পরেই ১৯৯৯ সালে ওড়িশায় আছড়ে পড়েছিল ভারতের প্রথম সুপার সাইক্লোন। যা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে।

English summary
There are two cyclonic storm may coexists in Arabian Sea, says Wather Office. Normally two storng system do not form in close proxmity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X