For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচনে নিয়ে দেরি! উঠে আসছে যেসব কারণ

বিধানসভা নির্বাচনে (assembly election) গোয়ায় (Goa) বিজেপির (BJP) মোট আসনের অর্ধেক আসন জেতার পরেই মুখ্যমন্ত্রী (Chief Minister) নির্বাচনে দেরি নিয়ে দলের একাংশের মনে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তবে বর্তমানে তত্ত্বাবধায়ক

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনে (assembly election) গোয়ায় (Goa) বিজেপির (BJP) মোট আসনের অর্ধেক আসন জেতার পরেই মুখ্যমন্ত্রী (Chief Minister) নির্বাচনে দেরি নিয়ে দলের একাংশের মনে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তবে বর্তমানে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত (pramod sawant) একরকম নিশ্চিত যে তিনিই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। তবে তা যে নাও হতে পারে, সেই ইঙ্গিতও রয়েছে আরব সাগরের উপকূলের ছোট রাজ্যটিতে। এই দেরি হওয়ার পিছনে একাধিক কারণ উঠে আসছে।

উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর হেরে যাওয়া

উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর হেরে যাওয়া

গোয়ার মুখ্যমন্ত্রী পদে নির্বাচনে দেরির কারণ হিসেবে উত্তরাখণ্ডে তত্ত্বও উঠে আসছে। এবারের নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৭ টি আসন জিতলেও, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি পরাজিত হয়েছেন। খাটিমা আসনে তিনি কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যাওয়ার সেখানে কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে ধন্দে পড়েছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশ চায় ধামিই ফের মুখ্যমন্ত্রী হোন। অন্য অংশ বর্তমানে নির্বাচিত বিধায়কদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী বেছে নিতে চায়। সেই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের জন্য দুই পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিকে সেখানকার দায়িত্ব দেওয়া হয়েছে।

রানে না সওয়ান্ত, প্রশ্ন বিজেপিতেই

রানে না সওয়ান্ত, প্রশ্ন বিজেপিতেই

প্রমোদ সওয়ান্ত নিজে নির্বাচিত হয়েছেন। দলও অর্ধেক আসনে জিতেছে। তারপরেই গোয়া বিজেপিতে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের চাপ রয়েছে। ২০১৭ সালে তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সামনে থেকে গেরুয়া শিবিরের নেতারা স্বীকার না করলেও, সেখানে যে বিশ্বজিৎ রানে গোয়ার মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার, তা সামনাসামনি কথায় স্বীকার করে নিচ্ছেন বিজেপির নেতারা। এছাড়াও দলের শীর্ষ নেতাদের একাংশও তাঁকে পছন্দ করেন। ১২ মার্চ তিনি গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গেও দেখা করেন। যা নিয়ে জল্পনা তৈরি হয়। সংবাদ মাধ্যম তাঁকে যখন জিজ্ঞাসা করে, তিনি কি মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন, সেই সময় তাঁর উত্তর ছিল দেখা যাক। এই টানাপোড়েনও অন্যতম সেখানকার মুখ্যমন্ত্রী নির্বাচনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে।
এরই মধ্যে দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং এল মুরুগানকে সেখানকার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা সিটি ববি বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড। সেখানে আগামী পাঁচ বছরের জন্য বিজেপি স্থিতিশীল সরকার দেবে বলেও জানিয়েছেন তিনি।

উঠে আসছে জ্যোতিষ শাস্ত্রের কথা

উঠে আসছে জ্যোতিষ শাস্ত্রের কথা

গোয়ায় বিজেপির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করার পিছনে জ্যোতিষ শাস্ত্রের কথাও উঠে আসছে। কেননা সারা দেশে বামদলগুলিকে বাদ দিলে বাকি সবাই এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভর করে চলে। জানা গিয়েছে, ১৭ তারিখের মধ্যে কোনও শুভ দিন নেই। তাই এই দেরি।

একসঙ্গে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করা হবে

একসঙ্গে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করা হবে

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেছেন, সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে, সবই জল্পনা। চার রাজ্যে মুখ্যমন্ত্রীদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। তা একসঙ্গেই ঘোষণা করা হবে।

চার রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন, গুরুদায়িত্ব অমিত শাহকে! ৮ পর্যবেক্ষক নিয়োগ বিজেপিরচার রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন, গুরুদায়িত্ব অমিত শাহকে! ৮ পর্যবেক্ষক নিয়োগ বিজেপির

English summary
There are reasons behind BJP's selection of CM's post in Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X