For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদ্রাসায় সরকারি সহায়তা বন্ধের উদ্যোগ নিচ্ছে যোগী সরকার

মাদ্রাসায় সরকারি সহায়তা বন্ধের উদ্যোগ নিচ্ছে যোগী সরকার

  • |
Google Oneindia Bengali News

অসমের পর এবার উত্তরপ্রদেশ! হিমন্ত বিশ্বশর্মার পর যোগী আদিত্যনাথ মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছেন৷ অসমে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরাসরি মাদ্রাসা বন্ধ করার উপর জোর দিয়েছেন৷ কিন্তু যোগী আদিত্যনাথ সে পথে না হাঁটলেও নতুন মাদ্রাসার জন্য সরকারি অনুদান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন৷ এ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হলেও যোগী মন্ত্রীসভা যে মাদ্রাসাগুলির প্রতি কড়া হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই!

কেন মাদ্রাসার সরকারি অনুদান বন্ধ করতে চায় যোগী সরকার?

কেন মাদ্রাসার সরকারি অনুদান বন্ধ করতে চায় যোগী সরকার?

উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রক সূত্রের খবর, মাদ্রাসগুলিকে ধর্মীয় শিক্ষার গন্ডি থেকে বাইরে এনে অঙ্ক, বিজ্ঞান, হিন্দি, ইংরাজি, সমাজবিদ্যা সহ বিভিন্ন বিষয় পড়ানোর ক্ষেত্র হিসেবে দেখতে চাইছে উত্তরপ্রদেশ সরকার৷ এর মাধ্যমে মাদ্রাসার পড়ুয়াদের ধর্মীয় গন্ডির বাইরে আধুনিক করে তোলায় লক্ষ্য বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক! আর যে সব মাদ্রাসা এই নির্দেশিকা মানবে না তাদের সরকারি অনুদান দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে!

মাদ্রাসগুলিকে সরকারি অনুদান দেওয়া শুরু করেছিল অখিলেশ সরকার!

মাদ্রাসগুলিকে সরকারি অনুদান দেওয়া শুরু করেছিল অখিলেশ সরকার!

যোগীর আগের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার ও তার মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ যোগীর সময়ও ২০২০-২১ অর্থবর্ষে উত্তরপ্রদেশের সরকারিভাবে নথিবদ্ধ ১৬ হাজার মাদ্রাসার আধুনিকীকরণের জন্য ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করেছিল যোগী সরকার৷ তবে এই সরকারি অনুদান পেতে গেলে উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিকে সরকারি নির্দেশিকা মতো ধর্মের গন্ডি থেকে বেরিয়ে এসে জ্ঞান বিজ্ঞান পঠনপাঠনের উপর জোর দিতে হবে৷ পাশাপাশি যোগী সরকার সূত্রে জানা গিয়েছে যে এরপর থেকে রাজ্যে শুরু হওয়া নতুন কোনও মাদ্রাসা সরকারি অনুদান পাবে না!

মাদ্রাসায় জাতীয় সঙ্গীত, 'জন গন মন', বাধ্যতামূলক করেছে যোগী সরকার

মাদ্রাসায় জাতীয় সঙ্গীত, 'জন গন মন', বাধ্যতামূলক করেছে যোগী সরকার

২০১৭ সালে ক্ষমতায় এসেই মাদ্রাসাগুলিতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করেছিল যোগী সরকার৷ সম্প্রতি উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়টি নিশ্চিত করেছেন যোগী মন্ত্রী সভার সদস্য দানিশ আনসারি৷ এ বিষয়ে যোগীরাজ্যের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, সব স্কুলেই ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। মাদ্রাসাতেও তা শুরু হয়েছে৷ এতে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম বাড়বে।

মুখ্যমন্ত্রীর সামনেই টেন্ডার দুর্নীতির অভিযোগ! TMC জেলা পরিষদ সদস্যদের 'খাওয়া' নিয়ে রিপোর্ট চাইলেন মমতা মুখ্যমন্ত্রীর সামনেই টেন্ডার দুর্নীতির অভিযোগ! TMC জেলা পরিষদ সদস্যদের 'খাওয়া' নিয়ে রিপোর্ট চাইলেন মমতা

English summary
The Yogi government is taking initiative to stop government support for madrasa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X