For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India TV ওপিনিয়ন পোলে ২৩৫ আসন জিতে ক্ষমতায় ফিরতে চলছে যোগী সরকার

India TV ওপিনিয়ন পোলে ২৩৫ আসন জিতে ক্ষমতায় ফিরতে চলছে যোগী সরকার

  • |
Google Oneindia Bengali News

জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষা আশা জাগাবে বিজেপি সমর্থকদের মনে৷
সংবাদমাধ্যমটির প্রকাশিত গ্রাউন্ড জিরো রিসার্চের একটি জনমত সমীক্ষায় দেখানো হয়েছে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে যোগী সরকার৷ রাজ্যে ক্ষমতাসীন গেরুয়া শিবির উত্তরপ্রেদেশে ২৩০-২৩৫টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট ৪০৩টি আসন রয়েছে।

 কে কত আসন, কী বলছে সমীক্ষা?

কে কত আসন, কী বলছে সমীক্ষা?

সমীক্ষাটি দেখিয়েছে ইউপিতে সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট ১৬০-১৬৫ আসন জিততে পারে৷ যেখানে কংগ্রেস, বিএসপি এবং অন্যান্যরা যথাক্রমে থেকে ৭টি ২টি ও ৫টি আসনে জয় পেতে পারে বলে দেখানো হয়েছে৷ ফায়ারব্র্যান্ড বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে সামনে রেখেই এবারেও বিধানসভা নির্বাচনে লড়ছে বিজেপি সেই যোগী গোরখপুর থেকে 'ল্যান্ডস্লাইড' জয় পেতে পারেন বলেও সমীক্ষাটিতে দেখানো হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশে একই ব্যাক্তি পরপর দুবার মুখ্যমন্ত্রী হননি৷ এর আগে ১০৭১ সালে ত্রিভুবন নারায়ণ সিংয় নিজের আসন থেকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন৷

পূর্বাঞ্চলে এগিয়ে বিজেপি!

পূর্বাঞ্চলে এগিয়ে বিজেপি!

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল অঞ্চলের গোরখপুর দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি ছিল। যোগী আদিত্যনাথ ১৯৯৮ সাল থেকে গোরখপুরে টানা পাঁচবার সাংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। ২০১৭ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে সাংসদ পদ ছাড়তে হয়েছিল। এরপর তিনি আইন পরিষদে নির্বাচিত হন। উল্লেখযোগ্যভাবে ইউপির পূর্বাঞ্চল ২০০৭ সালের নির্বাচনের পর থেকে রাজনৈতিক রঙ পরিবর্তন করে চলেছে, প্রতিবারই বিধানসভা নির্বাচনে ক্ষমতা কোন দলের হাতে যাবে তা ঠিক করেন পূর্বাঞ্চলের ভোটাররা৷ অর্থাৎ লম্বা সময় ধরে রাজ্যে ক্ষমতাশীন হওয়া দলটিকে ভোট দেয় পূর্বাঞ্চলের মানুষ! গোরখপুর থেকে আদিত্যনাথকে প্রার্থী করার মাধ্যমে, বিজেপি বেশ নিশ্চিত যে তারা এই অঞ্চলে তার ২০১৭ সালের ফলের পুনরাবৃত্তি ঘটাবে৷ আর পূর্বাঞ্চল জয়ের মাধ্যমেই লখনউতে আবারও ক্ষমতায় ফিরবে বিজেপি!

গতবারে কে কোথায় ছিল!

গতবারে কে কোথায় ছিল!

প্রসঙ্গত যোগীরাজ্যে ৬ দফার ভোট হবে এবং ১০ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফ্রেব্রুয়ারি সহ এবং ৩ মার্চ শেষ দফায় ভোট হবে যোগীরাজ্যে৷ যেখানে রামমন্দিরের ভূমি পুজো, কাশীবিশ্বনাথ করিডর সহ একাধিক বিষয়কে সামনে রেখে বিজয়ের জন্য রথ সাজাচ্ছে বিজেপি সেখানেই তাদের বড় বিরোধী অখিলেশের সমাজবাদী পার্টির ঝুলিতে থাকতে মুসলিম ও দলিত ভোটের সমীকরণ৷ ২০১৭ সালে বিজেপি ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩১২টিতে জিতেছিল টিম-যোগী। ইউপিতে শেষ বিধানসভায় সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র সাতটি আসন।

English summary
The Yogi government is going to return to power after winning 235 seats in opinion polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X