For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির স্ত্রী, ছেলে, পুত্রবধূ করোনা আক্রান্ত

  • |
Google Oneindia Bengali News

সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির! মুখ্যমন্ত্রী পদে বসার থেকে বিতর্ক, দলের অন্তরে অসন্তোষ তো ছিলই তাতে নতুন অধ্যায় যোগ হয়েছে তাঁর সময়ে চলতি মাসেই পাঞ্জাবের ভাতিন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে বিক্ষোভ দেখানো নিয়ে! রাজনৈতিক সমস্যা তো ছিলই এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা পরিবারে থাবা বসালো করোনা৷ একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর চান্নির স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ করোনা আক্রান্ত হয়েছেন!

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির স্ত্রী, ছেলে, পুত্রবধূর করোনা

পরিবারের অনেকেই কোভিড পজিটিভ হলেও মুখ্যমন্ত্রী চান্নির কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ মোহালির সিভিল সার্জন ডাঃ আদর্শপাল কৌর সংবাদমাধ্যমকে বলেছেন, মুখ্যমন্ত্রী চান্নির স্ত্রী কমলজিৎ কৌর, তাঁদের ছেলে নভজিৎ সিং এবং পুত্রবধূ সিমরাধীর কৌর করোনভাইরাস পরীক্ষা করিয়েছিলেন, তাঁদের তিনজনেরই কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রত্যেকেরই কোভিডজনিত হালকা লক্ষণ রয়েছে এবং তারা হোম আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, সারাদেশে অতিদ্রুত বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। ভারতে দৈনিক করোনা সংক্রমণ পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ তে, মাত্র এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সংক্রমণ এই ভয়ঙ্কর আকার ধারণ করেছে৷ দ্বিতীয় ওয়েভের সময়ও দৈনিক সংক্রমণ ১ লক্ষের বেশি হওয়ার জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল৷ পাঞ্জাবেও করোনা সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে৷ চান্নি রাজ্যে শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৯০১ জন। যারা ফলে পাঞ্জাবের মোট করোনা সংক্রমণ পৌঁছে গিয়েছে ৬ লক্ষ ১৩ হাজার ৯৭৬ এ৷ পাঞ্জাবে করোনা পজিটিভিটি রেট ১১.৭৫ কে স্পর্শ করেছে৷

অন্যদিকে চলতি বছরের শুরুতেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে৷ রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার চালাচ্ছে৷ শনিবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে আদৌও এই পরিস্থিতিতে পাঞ্জাবে নির্বাচন সম্ভব কিনা!

English summary
The wife, son and daughter-in-law of the Punjab CM Charanjit Channi are corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X