For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোট অভিযান : যেভাবে পুলওয়ামার জওয়ানদের বলিদানের বদলা নিয়েছিল ভারত

বালাকোট অভিযান : যেভাবে পুলওয়ামার জওয়ানদের বলিদানের বদলা নিয়েছিল ভারত

Google Oneindia Bengali News

ভারতের সামরিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ২৬ ফেব্রুয়ারি। এক বছর আগে আজকেরই দিনে পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে বালাকোটের জইশ জঙ্গীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই একটি এয়ার স্ট্রাইকেই নিমিষে মাটিতে মিলিয়ে গিয়েছিল পাকিস্তানে জন্ম নেওয়া ভারত বিরোধী জঙ্গিদের সিংহভাগ। আর বিশ্ব জানল যে ভারত চুপ করে বসে থাকার দেশ নয়। তাদের উপর আঁচ অনুভব করলে শত্রু দেশে ঢুকে জবাব দিতে পিছপা হবে না এই নতুন ভারত।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করে।

২৬ ফেব্রুয়ারি, ২০১৯ : প্রত্যাঘাত!

২৬ ফেব্রুয়ারি, ২০১৯ : প্রত্যাঘাত!

এরপরই ২৬ ফেব্রুয়ারি প্রত্যাঘাত! একবছর আগের এই দিনেই ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূ-খণ্ডে অবস্থিত বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান।

পাকিস্তানের হেফাজতে অভিনন্দন

পাকিস্তানের হেফাজতে অভিনন্দন

এরপর ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ ভারতের আকাশসীমা লঙ্ঘন পাকিস্তান বায়ুসেনার ২৪টি বিমানের। তাতে ছিল ৮টি এফ-১৬ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন, সুখোই-৩০এমকেআই ও মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাল্টা ধাওয়া করে। একটি বিমানকে গুলি করে নামানো হয়।

পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে থাকে ভারত

পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে থাকে ভারত

সেদিনই দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ জানানো হয় যে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ও তার পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তান এরপর দাবি করে, তাদের হেফাজতে রয়েছেন পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। একটি বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রকের তরফে একথা জানানো হয়। এরপর সন্ধ্যা নাগাদ অভিনন্দন বর্তমানের একটি ভিডিয়ো সামনে আসে। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়, ভারতের আশা তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে। শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন।

১ মার্চ, ২০১৯ : ছেড়ে দেওয়া হয় অভিনন্দনকে

১ মার্চ, ২০১৯ : ছেড়ে দেওয়া হয় অভিনন্দনকে

এরপর কূটনৈতিক চাপে পড়ে ১ মার্চ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। সেদিন বিকেলেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু, দু'বার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ওয়াঘা সীমান্ত দিয়ে ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার।

বালাকোট হামলার একবছর পূর্তি, কি হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে?‌বালাকোট হামলার একবছর পূর্তি, কি হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে?‌

English summary
the way indian airforce carried out balakot airstrike over jaish camps after pulwama incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X