For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার নম্বর নয়, এবার থেকে কেওয়াইসির জন্য ব্যবহার করুন ১৬ সংখ্য়ার ভিআইডি, কীভাবে জেনে নিন

রবিবার থেকে চালু হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) ভার্চুয়াল আইডি সিস্টেম।

Google Oneindia Bengali News

রবিবার থেকে চালু হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) ভার্চুয়াল আইডি সিস্টেম। ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার বা ইকেওয়াইসি-র জন্য টেলিকম সংস্থা বা অন্য পরিষেবা দানকারী সংস্থার কাছে আধার নম্বর প্রকাশ করতে হয়। অনেকেই আধার তথ্য প্রকাশে অনিচ্ছুক থাকেন। ভার্চুয়াল আইডি সিস্টেম চালু হওয়ার ফলে এখন থেকে তারা আধার নম্বর দেওয়ার বদলে একটি ১৬ সংখ্যার নম্বর জেনারেট করতে পারবেন, যা আধার নম্বরের বদলে ব্যাবহার করা যাবে।

চালু হচ্ছে ১৬ সংখ্য়ার ভিআইডি

রবিবার অবশ্য একেবারেই প্রাথমিক স্তরে চালু হচ্ছে এই ব্যবস্থা। জানা গিয়েছে এটি পুরোপুরি কার্যকরী হবে আগস্ট মাসে। আগস্ট থেকে ব্যাঙ্ক ও অন্যান্য জায়গাতেও ভিআইডি ব্যবহার করা যাবে। কেউ কোনও পরিষেবা দানকারী সংস্থাকে তার ভিআইডি দিলে, সংস্থাগুলি একটি ইউনিক আইডেন্টিফিকেশন টোকেন পাবেন। এর আগে পর্যন্ত সংস্থাগুলি আধার নম্বর পেত। তাতে গোপনীয়তা ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ ছিল।

আধার নম্বর জানা থাকলে, তা থেকে কাস্টমারের যাবতীয় আধার তথ্য পেত সংস্থাগুলি। কিন্তু নয়া ব্যবস্থায় সংস্থাগুলি নাম, ঠিকানা ও ছবির মতো আধারের আংশিক তথ্য হাতে পাবে। তবে গ্লোবাল অথেন্টিকেশন এজেন্সি হিসেবে পরিচিত ব্যাঙ্ক ও আয়কর বিভাগ কিন্তু এরপরেও সম্পূর্ণ আধার তথ্যই পাবে।

ইউআইডিএআই, তাদের ভিআইডি ব্যাবস্থা প্রস্তুত বলে জানালেও, অনেক পরিষেবা দানকারী সংস্থাই, এই ব্যবস্থার জন্য তৈরি নয়। তাদের প্রস্তুত হওয়ার জন্য কিছু সময় দেওয়া হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। তবে এর জন্য সংস্থাগুলিকে প্রতি ট্রানজাকশনের জন্য ২০ পয়সা করে গুনাগার দিতে হবে। তবে ৩১-এ জুলাইয়ের মধ্যে তাদের সিস্টেম প্রস্তুত হয়ে গেলে এই ২০ পয়সার ব্যবস্থা তুলে নেওয়া হবে। থাকবে না। ব্যাঙ্কগুলির নেটওয়ার্ক অনেক বড় বলে তাদের ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এব্যাপারে ইউআইডিএআই-এর চিফ এক্সিকিউটিভ অজয় ভূষণ পান্ডে জানিয়েছেন, 'নাগরিকদের গোপনীয়তা বজায় রাখতে ও তাদের আধার নম্বর গোপন রাখার জন্য ভার্চুয়াল আইডি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা পদক্ষেপ। আধার ভিত্তিক অথেন্টিফিকেশনের জন্য এই ভার্চুয়াল আইডি ব্যবহার করা যাবে'।

English summary
The Unique Identification Authority of India’s (UIDAI)’s virtual ID system will start from Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X