For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন নেতাজির হলোগ্রাম মূর্তির আলো বন্ধ রয়েছে জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

কেন নেতাজীর হলোগ্রাম মূর্তির আলো বন্ধ রয়েছে জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দিল্লিতে নিস্প্রদীপ হয়েছিল নেতাজির হলোগ্রাম মূর্তি। মূর্তি উধাও হতেই শুরু হয়েছিল বিতর্ক। দিল্লিতে নেতাজির মূর্তি সামনে প্রতিবাদ জানিয়েছিলেব তৃণমূল সাংসদরা। ডেরেক ও ব্রায়েন, সৌগত রায় সহ একাধিক হেভিওয়েট উপস্থিত ছিলেন সেখানে। এবার নেতাজি মূর্তি উধাও হওয়ার কারণ জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। জানা গেল, চরমভাবাপন্ন পরিস্থিতি তথা ঝোড়ো হাওয়ার দরুণ নিয়ম মেনেই কিছুক্ষণের জন্য নেভানো হয়েছিল নেতাজির হলোগ্রাম মূর্তির আলো।

কেন নেতাজির হলোগ্রাম মূর্তির আলো বন্ধ রয়েছে জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, মন্ত্রকের আধিকারিকরা বলেছেন, 'এখানে রাজনীতির প্রশ্নই নেই৷ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চরম ঝোড়ো হাওয়ার দরুণ নেভানো হয়েছিল নেতাজির মূর্তির আলো। গতকাল মধ্যরাতেই তা আবার জ্বালিয়ে দেওয়া হয়।' গত ২৩ জানুয়ারি নেতাজি জন্মবার্ষিকীতে এই মূর্তির উন্মোচন হয়। সেই মূর্তি নিস্প্রদীপ হওয়াতেই প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল নেতারা। এর আগেও বিজেপির বিরুদ্ধে নেতাজিকে নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। পালটা দিয়েছে বিজেপিও। তবে এক্ষেত্রে হাতে 'নেতাজিকে অন্ধকারে রেখো না' লেখা পোস্টার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা৷ প্রতিবাদের খবর নিজেই পোস্ট করেন ডেরেক ও ব্রায়েন। ট্যুইটে লেখেন, 'নেতাজিকে অন্ধকারে রাখা হয়েছে কেন? নেতাজিকে অন্ধকারে রাখা যাবে না।'

এই নিয়ে লোকসভাতেও সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, 'নেতাজির হলোগ্রাম মূর্তি নিজস্থানে ছিল না। ওটা হাওয়ার সঙ্গে উড়ে গিয়েছে। এই সরকার মাত্র একদিনের জন্য নেতাজির মূর্তিকে সাজিয়ে রেখেছিল ওখানে৷ আর এখন সেটাই উধাও হয়ে গিয়েছে৷' তখনই অবশ্য প্রত্যুত্তর দেন বিজেপি সাংসদ জাসকৌর মীনা। বলেন, 'যে প্রোজেকশন মেশিনটি থেকে হলোগ্রাম মূর্তির আলো বের হয়।সেটি ঝোড়ো হাওয়ায় কাজ করতে পারে না। তাই সরিয়ে নেওয়া হয়েছে।'

English summary
- Netaji's hologram statue infront of India Gate is switched off for some reson. Now The Union Ministry of Culture has explained why the light of Netaji's hologram statue is switched off.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X