মেরঠে জন্ম নেওয়া দুই যমজ সন্তানের নাম রাখা হল কোয়ারেন্টাইন ও স্যানিটাইজার
দেশজুড়ে এখন করোনা ভাইরাসের আবহাওয়া। মানুষের মধ্যে এই ভাইরাস নিয়ে আতঙ্ক জন্ম নিয়েছে। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই মেরাঠে জন্ম নেয় দুই যমজ সন্তান। মা–বাবা তাদের নাম রেখেছে 'কোয়ারেন্টাইন’ ও 'স্যানিটাইজার’।

এ ধরনের কেন নামা হল শিশুদের, এ প্রসঙ্গে উভয় অভিভাবকই জানিয়েছেন যে কোভিড–১৯ লড়াইয়ে এই দু’টি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। দুই যমজ সন্তানের মা বেণু বলেন, 'এই দু’টো নাম কোয়ারেন্টাইন ও স্যানিটাইজার মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা দেবে, তাই আমরা আমাদের দুই ছেলের নাম এটা রেখেছি। প্রসবের আগে আমাকে করোনা ভাইরাসের টেস্ট করানো হয়েছিল।’ সন্তানের বাবা ধর্মেন্দ্র বলেন, 'উভয়ই আমাদের সুরক্ষা দেয়। সুতরাং সুরক্ষার অনুভূতি সারাজীবন থাকবে। আমাদের সন্তানের জন্য এর থেকে সেরা নাম আর হতে পারে না।’
ওই দম্পতির মণি নামে কিশোরী একটি মেয়ে রয়েছে। মেরঠের মোদিপুরম এলাকার বাসিন্দা ওই দম্পতি। প্রসঙ্গত, এর আগেও দেশের বেশ কিছু এলাকায় জন্ম নেওয়া শিশুদের নাম করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর রাখা হয়েছে।

লক্ষাধিক পরিযায়ী শ্রমিককের ব্যবস্থা করা আম্ফান বিধ্বস্ত বাংলায় অসম্ভব, বলছেন সরকারি আধিকারিকরাই