For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সফোর্ড ভ্যাকসিনের হাত ধরে কাটছে করোনা সঙ্কট? দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরুর সম্ভাবনা চলতি সপ্তাহে

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে গোটা বিশ্বে ১৫৫টিরও বেশি করোনা টিকা নিয়ে কাজ করছেন গবেষকেরা। তার মধ্যে রয়েছে ভারতের কো-ভ্যাকসিন, আমেরিকার মোডার্না ভ্যাকসিনও। কিন্তু সব কিছুর মধ্যেও ভারতে নতুন করে আশার আলো যোগাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন।

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের ট্রায়াল

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের ট্রায়াল

সূত্রের খবর, প্রস্তুতকারক সংস্থা সিরাম ইন্সটিটিউটের হাত ধরে আগামী সপ্তাহেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে এই ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল। ইতিমধ্যেই এই পর্বের পরীক্ষার জন্য প্রাথমিক ভাবে ১৪টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর-র তরফে।

সোম-মঙ্গলের মধ্যেই প্রথম ডোজ

সোম-মঙ্গলের মধ্যেই প্রথম ডোজ

পাশাপাশি এই ১৪ জায়গার মধ্যে ৪টি জায়গার প্রস্তুতি পর্ব, পরিকাঠামোও সরেজমিনে খতিয়ে দেখেছেন আইসিএমআর-র শীর্ষ কর্তারা। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই ওই জায়গাগুলিতে ভ্যাকসিন প্রয়োগে ছাড়পত্র মিলেছে আইসিএমআরের তরফে। সূত্রের খবর, সেখানে সোমবার বা মঙ্গলবারের মধ্যেই ট্রায়াল অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হতে পারে।

১৪টি সাইটের ৪টিই পুনেতে

১৪টি সাইটের ৪টিই পুনেতে

এদিকে ১৪ টি ট্রায়াল সাইটের মধ্যে চারটি রয়েছে পুনেতে এবং দুটি মুম্বইয়ে। যে সমস্ত জায়াগায় পরীক্ষার জন্য চূড়ান্ত পরিকাঠামো তৈরি সেখানেই একযোগে দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু হবে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের করোনা টিকার শেষ দুই পর্বের হিউম্যান ট্রায়ালের প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিসিআই।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা নিচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা নিচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

এদিকে এর আগের ট্রায়ালেও এই ভ্যাকসিনের প্রয়োগে অনেকটাই আশাব্যঞ্জক ফল মিলেছে বলে জানা যাচ্ছেন বিশেষজ্ঞেরা। অক্সফোর্ডের গবেষকেরাও জানিয়েছিলেন যে সমস্ত স্বেচ্ছাসেবকের উপর তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে করোনার বিরুদ্ধে প্রাচীর তুলতে বড় ভূমিকা নিচ্ছে এই টিকা। তৈরি হচ্ছে নতুন রোগ প্রতিরোধ ক্ষমতাও। ইতিমধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এই ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে। সেখান থেকেও যথেষ্ট ভালো সাড়া মিলছে বলে খবর।

English summary
The trial of the second phase of Oxford's Corona vaccine in India is underway this week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X