For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্লাসের মধ্যে হাতুড়ি মেরে মোবাইল ভেঙে কী শিক্ষা দিলেন অধ্যাপক?

মোবাইল ফোনই যে পড়াশোনার বাধা হয়ে দাঁড়াচ্ছে তা গত কয়েকদিন বুঝতে পারছিলেন কর্নাটকের চৈতন্য পিইউ কলেজের অধ্যাপক। ক্লাসের মধ্যেই পড়ার শোনার চেয়ে মোবাইলেই মগ্ন থাকছিল তারা।

Google Oneindia Bengali News

মোবাইল ফোনই যে পড়াশোনার বাধা হয়ে দাঁড়াচ্ছে তা গত কয়েকদিন বুঝতে পারছিলেন কর্নাটকের চৈতন্য পিইউ কলেজের অধ্যাপক। ক্লাসের মধ্যেই পড়ার শোনার চেয়ে মোবাইলেই মগ্ন থাকছিল তারা। বিরক্ত হয়ে শেষে চরম পদক্ষেপ করলেন তিনি। ক্লাসের মধ্যেই হাতুড়ি মেরে মোবাইল ফেন ফেঙে চরম শিক্ষা দিলেন তাঁদের। অধ্যাপকের মোবাইল ভাঙার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ক্লাসের মধ্যে হাতুড়ি মেরে মোবাইল ভেঙে কী শিক্ষা দিলেন অধ্যাপক?

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনসংযোগ বাড়াতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল কলেজে। কিন্তু ছাত্রছাত্রীরা তার পরোয়া না করেই ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করে। বার বার এই সতর্ক করে তাঁদের জানানো হয়েছিল, যদি মোবাইল ফোনের ব্যবহার তারা বন্ধ না করে তাহলে চরম পদক্ষেপ করা হবে। মোবাইল ফোন হাতে ধরা পড়লে সেিট ভেঙে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

[ দেশে সুপার এমারজেন্সি চলছে! ফের মোদীকে আক্রমণ মমতার][ দেশে সুপার এমারজেন্সি চলছে! ফের মোদীকে আক্রমণ মমতার]

বহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে প্রায় ১৬ মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল। তারপরেই এই চরম পদক্ষেপ করা হয়। তাঁদের উচিত শিক্ষা দিতে ক্লাসের মধ্যেই হাতুড়ি মেরে বেশ কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলেন অধ্যাপক।

[ মমতার যাওয়া পুজোয় এবার অমিত শাহকে আমন্ত্রণ! জল্পনা তুঙ্গে][ মমতার যাওয়া পুজোয় এবার অমিত শাহকে আমন্ত্রণ! জল্পনা তুঙ্গে]

English summary
The Teacher smashing two mobile phones in front of the students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X