For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য উত্তরপ্রদেশ নির্বাচন, বারানসিতে ৭০০ বিজেপি নেতার 'ক্লাস' নেবেন অমিত শাহ

লক্ষ্য উত্তরপ্রদেশ নির্বাচন, বারানসিতে ৭০০ বিজেপি নেতার 'ক্লাস' নেবেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

একেবারে দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি দলই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে৷ এমন অবস্থায় দলীয় কর্মীদের ক্লাস নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে আগামী ১২ নভেম্বর বারাণসীতে ৭০০ জনের ক্লাস নেবেন অমিত শাহ।

লক্ষ্য উত্তরপ্রদেশ নির্বাচন, বারানসিতে ৭০০ বিজেপি নেতার ক্লাস নেবেন অমিত শাহ

ভোটের রাজনীতিতে শক্তিশালী সংগঠন, জনসংযোগই শেষ কথা বলে। আজকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এ কথা বিলক্ষণ জানেন। তাই যোগীরাজ্যে পা দিয়ে ১২ তারিখের ক্লাসে সংগঠনের খুঁটিনাটি থেকে শুরু করে জনসংযোগ এবং নীতি, সমস্ত নিয়েই দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি বিজয় বাহাদুর পাঠক জানিয়েছেন, রাজ্যের মোট ৯৮টি জেলা সভাপতি এবং ৪০৩টি বিধানসভা আসনের দায়িত্বে থাকা সমস্ত কার্যকর্তা এবং ছ'জন বিভাগীয় প্রধান উপস্থিত থাকবেন ওই আলোচনায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপিস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং দুই উপ মুখ্যমন্ত্রীরও। নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধানও উপস্থিত থাকবেন সেখানে৷ সূত্রের খবর, সারাদিন ধরেই এই আলোচনা চলবে। একেই সামনে নির্বাচন, তার ওপরে আবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে পুরোদমে। সবমিলিয়ে একাধিক ইস্যুতে আলোচনায় বসতে চলেছেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, ভোটের আগে ঠিক কীভাবে সদস্য সংগ্রহ করা উচিত। সদস্য সংগ্রহ করার সময় ঠিক কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, ভোট করানো হবে কীভাবে, সব কিছু নিয়েই বক্তব্য পেশ করবেন শাহ।

চার প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতরের গোপন ফাইল ইস্যুতে বোমা ফাটালেন প্রাক্তন আমলা! উঠল একাধিক 'নাম'চার প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতরের গোপন ফাইল ইস্যুতে বোমা ফাটালেন প্রাক্তন আমলা! উঠল একাধিক 'নাম'

বিজেপিতে একাধিক পদ ও নেতৃত্ব থাকলেও শেষ কয়েকবছরে রাজ্য হোক কিংবা লোকসভার নির্বাচনের মূল দায়িত্ব সামলেছেন অমিত শাহই৷ বঙ্গে একুশের নির্বাচনের আগে বেশ কয়েকমাস ধরে বারে বারে রাজ্যে এসে একাধিক জায়গাতে ঘুরেছিলেন অমিত শাহ। ক্ষমতায় না এলেও একুশের বিধানসভা নির্বাচন বঙ্গ-বিজেপিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে৷ পাশপাশি ৩ থেকে ৭৭ এ পৌঁছেছে বঙ্গ-বিজেপির আসন সংখ্যা। এবার বড় পররক্ষা উত্তরপ্রেদেশে৷ তাই বিজেপির নির্বাচনী হ্যাডস্যার এবার ফাইনালের আগে বারানসিতে স্পেশাল ক্লাস সেরে নিতে চাইছেন দলের নেতাদের সঙ্গে৷

English summary
The target is Uttar Pradesh elections Amit Shah to take 'class' of 700 BJP leaders in Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X