For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ উন্নাওয়ের নির্যাতিতার লেখা চিঠির মামলার শুনানি সুপ্রিম কোর্টে

এখনও হাসপাতালে চিকি‌ৎসাধীন উন্নাওয়ের ধর্ষিতা। এই নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম গোটা দেশের রাজনৈতিক মহল।

Google Oneindia Bengali News

এখনও হাসপাতালে চিকি‌ৎসাধীন উন্নাওয়ের ধর্ষিতা। এই নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম গোটা দেশের রাজনৈতিক মহল। অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সিং সেনগরকে বাধ্য হয়েই বহিষ্কার করতে হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আজই উন্নাওয়ের নির্যাতিতার লেখা চিঠির প্রেক্ষিতে মামলা শুনবে শীর্ষ আদালত।

আজ উন্নাওয়ের নির্যাতিতার লেখা চিঠির মামলার শুনানি আদালতে

নির্যাতিতার দুর্ঘটনার পরেই পরিবারের লোকেরা অভিযোগ করেছিলেন, কূলদীপ সিং তাঁদের বারবার হুমকি দিয়ে চলেছেন, এই পরিস্থিতি নিরাপত্তা চেেয় শীর্ষ আদালতে চিঠি লিখেছিলেন নির্যাতিতা। কিন্তু সেই চিঠি পৌঁছয়নি প্রধান বিচারপতির কাছে। সেই ঘটনা জানার পরেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবিলম্বে সেই চিঠির উপর মামলার শুনানি করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই আজ শীর্ষ আদালতে শুনানি হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই আদালতের রেজিস্ট্রিকে এই নিয়ে জবাব তলব করেছিলেন। কেন তাঁর কাছে নির্যাতিতার চিঠি পৌঁছয়নি তা নিয়ে প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। এই নিয়ে শীর্ষ আদালতের প্রবীণ আইনজীবী ভি গিরিকে রীতিমতো ভর্ৎসনা করেছিলেন প্রধান বিচারপতি। ১২ জুলাই যেখানে চিঠিটি আদালতে পৌঁছে ছিল তখন কেন তাঁর কাছে দেওয়া হয়নি বলে জবাব তলব করেছেন তিনি।

নির্যাতিতার দুর্ঘটনার পর তাঁর প্রধান বিচারপতিকে লেখা চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে। সংবাদ মাধ্যমে খবর দেখে তিনি চিঠির কথা জানতে পেরেছিলেন বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচাপতিকে লেখা চিঠিতে নির্যাতিতা তাঁর এবং পরিবারের প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবং সেকারণে তাঁর এবং তাঁর পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা চেয়েছিলেন তিনি।

তার কয়েকদিন পরেই রায়বরেলি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয় নির্যাতিতার গাড়ি। তাতে তাঁর তিন কাকিমার মৃত্যু হয়েছে। নির্যাতিতা এবং তাঁর আইনজীবী মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

English summary
The Supreme Court will on Thursday take up the Unnao rape case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X